টরন্টোয় চাকসুর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা

টরন্টোয় চাকসুর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা
টরন্টোয় চাকসুর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডা

কানাডার টরন্টো ও এর আশপাশ শহরে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কিছু শিক্ষার্থী হঠাৎ করেই যেন ফিরে গিয়েছিলেন আশির দশকের প্রাণের ক্যাম্পাসে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নাজিম উদ্দিনের টরন্টো সফর উপলক্ষে সাবেক এই শিক্ষার্থীরা এক আড্ডায় মিলিত হন। ছাত্র সংসদের জিএস আজিমউদ্দিন আহমেদকে সঙ্গে নিয়ে এই আড্ডাটি হয়ে ওঠে একদা সর্বদলীয় ছাত্র ঐক্যের প্রাণের স্পন্দন নাজিম-আজিমের সঙ্গে আড্ডা।

প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সর্বশেষ নির্বাচনে ছাত্রশিবিরের বিরুদ্ধে সর্বদলীয় ছাত্র ঐক্যের প্যানেল ‘নাজিম-আজিম পরিষদ’ বিজয়ী হয়েছিল।

টরন্টোয় চাকসুর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডায় সমবেতরা
টরন্টোয় চাকসুর প্রাক্তন শিক্ষার্থীদের আড্ডায় সমবেতরা

সম্প্রতি ডেনফোর্থের মিজান কমপ্লেক্স অডিটোরিয়ামে চাকসু ভিপি নাজিমউদ্দিনের সঙ্গে এই আড্ডায় টরন্টো ও পার্শ্ববর্তী শহর থেকে সাবেক শিক্ষার্থীরা অংশ নেন। এই সময় তারা বিশ্ববিদ্যালয় জীবনের নানা স্মৃতি স্মরণ করে আবেগতাড়িত হয়ে পড়েন। চাকসু ভিপি নাজিম উদ্দিন ও জিএস আজিমউদ্দিন সেই চাকসু পরিচালনাকালের নানা ঘটনা প্রবাহের স্মৃতি তুলে ধরেন।

নাজিম উদ্দিন তার স্বভাবসুলভ হাস্যরসের মাধ্যমে সমবেত গ্র্যাজুয়েটদের বিশ্ববিদ্যালয় জীবনের আবহে নিয়ে যান।