অস্ট্রেলিয়ায় প্রথম ধূমপানমুক্ত শহর

ধূমপানমুক্ত শহর ঘোষণার পর এ দৃশ্য আর চোখে পড়বে না উত্তর সিডনিতে। ছবি: সংগৃহীত
ধূমপানমুক্ত শহর ঘোষণার পর এ দৃশ্য আর চোখে পড়বে না উত্তর সিডনিতে। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির ব্যয়বহুল বাণিজ্যিক উপশহর নর্থ সিডনিকে ধূমপানমুক্ত শহর হিসেবে ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার আগে আজ উত্তর সিডনি কাউন্সিলে মেয়র জিলি গিবসনের উত্থাপিত এ সংক্রান্ত এক বিল সর্বসম্মতিক্রমে পাস হয়। এ ঘোষণার ফলে উত্তর সিডনিই হল অস্ট্রেলিয়ার প্রথম ধূমপানমুক্ত শহর। বিলটি কার্যকর হলে এ শহরের কোথাও প্রকাশ্যে কেউ ধূমপান করতে পারবেন না। তবে কেউ যদি ভুলক্রমে ধূমপান করে ফেলেন আপাতত তাকে কোনো জরিমানা গুনতে হবে না। সামাজিক সচেতনতাই প্রতিরোধ হিসেবে কাজ করবে বলে মনে করে কাউন্সিল কর্তৃপক্ষ।

সিডনির দ্বিতীয় বড় বাণিজ্যিক শহর উত্তর সিডনি। এখানে প্রায় ৭২ হাজার মানুষ বসবাস করেন। কাউন্সিলের মেয়র জিলি গিবসন বলেন, তিনি উত্তর সিডনিকে অস্ট্রেলিয়ার প্রথম ধূমপান মুক্ত কাউন্সিল হিসেবে গড়ে তুলতে চান। ইলেকট্রনিক সিগারেট অন্তর্ভুক্ত কিনা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি মনে করি তারা একই শ্রেণিতে পড়েন তবে আমরা এটি সম্পর্কে এখনো চিন্তা করিনি। তিনি আরও বলেন, নর্থ সিডনি যেমন ‘এনএস’ তেমনি নো স্মোকিং মানে ‘এনএস’। আমরা এনএস থাকতে চাই। এই এনএস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা একটি ধূমপানমুক্ত নিরাপদ পরিবেশ তৈরি করতে চাই, যেখানে প্রত্যেকে আমাদের বাইরের খোলা জায়গাগুলো উপভোগ করতে পারেন।