সিউলে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে আলোচনা

আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আবিদা ইসলাম
আলোচনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন আবিদা ইসলাম

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বাংলাদেশের উন্নয়নে দেশটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের সম্ভাব্য ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন মেলা আয়োজনের অংশ হিসেবে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গতকাল রোববার (৩০ সেপ্টেম্বর) এ সভা আয়োজন করা হয়। দক্ষিণ কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রায় ৮০ জন শিক্ষার্থী এই আলোচনায় অংশগ্রহণ করেন। এ সভা আয়োজনে স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইন কোরিয়া (বিএসএকে) দূতাবাসকে সার্বিক সহযোগিতা করে।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ
আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম সূচনা বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির চিত্র তুলে ধরেন। তিনি দেশের উন্নয়নের জন্য বিদেশি শিক্ষায় শিক্ষিতদের আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। এরপর তিনি শিক্ষার্থীদের পক্ষ থেকে বাংলাদেশ উন্নয়ন সংশ্লিষ্ট বিষয়সমূহ সম্পর্কে আলোচনা উপস্থাপনের আহ্বান জানান।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ
আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

বক্তারা শিল্প-বাণিজ্য, গবেষণা, আইটি গবেষণা, শিক্ষা, বাংলাদেশে কোরিয়ার বিনিয়োগ ও পর্যটন, বাংলাদেশ ও কোরিয়ার মধ্যকার সাংস্কৃতিক পার্থক্য, কৃষি, জীব বিজ্ঞানসংক্রান্ত গবেষণা ও নারীদের ভূমিকা ইত্যাদি বিষয়ে তাদের বক্তব্য উপস্থাপন করেন। তাদের বক্তব্যে বাংলাদেশ ও কোরিয়ার শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, গবেষণা, উন্নয়ন ইত্যাদি বিষয় উঠে আসে। তারা শিক্ষা ক্ষেত্রে কোরিয়ার সঙ্গে আরও নিবিড়তর সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন। এ ছাড়া, বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে শিক্ষার্থীদের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন। শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ের ওপর তাদের মতামত তুলে ধরার পাশপাশি প্রশ্নও করেন।

আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ
আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাংশ

সমাপনী বক্তব্যে আবিদা ইসলাম শিক্ষার্থীদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। তিনি অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। বিজ্ঞপ্তি