বদ্বীপ পরিকল্পনার জন্য পানি কূটনীতি প্রয়োজন

সেমিনারে বক্তব্য দিচ্ছেন শেখ মুহম্মদ বেলাল
সেমিনারে বক্তব্য দিচ্ছেন শেখ মুহম্মদ বেলাল

বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নের জন্য পানিবিষয়ক কূটনীতিক এবং পানি ও জলবায়ু ক্ষেত্রে পেশাজীবী প্রয়োজন। নেদারল্যান্ডসের দ্য হেগের হিউম্যানিটি হাবে গত শনিবার (৬ সেপ্টেম্বর) আয়োজিত এমপাওয়ারিং হাইড্রো ডিপ্লোমেসি শীর্ষক এক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে এ মন্তব্য করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শেখ মুহম্মদ বেলাল। নেদারল্যান্ডসের ওয়াখেনিংগেন বিশ্ববিদ্যালয়, আইএইচই-ডেলফ্ট ও দ্য হেগ সিটি করপোরেশনের সহযোগিতায় এই সেমিনারের আয়োজন করে লন্ডনের পানি গবেষণা গ্রুপ। সেমিনারে নেদারল্যান্ডস, যুক্তরাজ্য, ফ্রান্স, আমেরিকা ও প্যালেস্টাইনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের একাংশ
অংশগ্রহণকারীদের একাংশ

রাষ্ট্রদূত বেলাল নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে দক্ষতা উন্নয়নে আরও সহযোগিতার প্রস্তাব করেন। উপকূলভিত্তিক গবেষণার প্রতি আলোকপাত করে তিনি উল্লেখ করেন, ২০১৬ সালে জাতিসংঘের পানিবিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, ‘আন্তর্দেশীয় নদীর পানি ব্যবহারে আমাদের সমতা বিধান নিশ্চিতসহ নদী ব্যবস্থাপনা ও পানি সমস্যা যথাযথভাবে মোকাবিলার জন্য পানি সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহার সকলের জন্য উন্মুক্তকরণ প্রয়োজন।’

শেখ মুহম্মদ বেলাল আরও উল্লেখ করেন, নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাস ডাচ সরকার ও দক্ষতা উন্নয়নে জড়িত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা ২১০০ বাস্তবায়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। বিজ্ঞপ্তি