বাংলার আঁচল

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কেন বলো তুমি মুসলিম, আমি হিন্দু
এই বাংলার মাঠে মোরা বুনি ফসল
দক্ষিণে যার বহমান এক সিন্ধু।
কেন বলো তুমি বৌদ্ধ, আমি ক্রিশ্চান
আমরা যে মাখি গায়ে একই নদীর জল
মাথার ওপর ভাসে নীল আসমান।
কেন বলো তুমি সুন্নি, আমি শিয়া
একই কোরআন গিলাফে রেখেছি
ও যে ভাই-যাকে বলি আহমদিয়া।
মোরা মুসলিম খ্রিষ্টান হিন্দু বৌদ্ধ
একই বাংলার আঁচলে হই শুদ্ধ।
...
ড. রউফুল আলম: রসায়ন গবেষক, যুক্তরাষ্ট্র।
ইমেইল: <[email protected] >; ফেসবুক: <facebook.com/rauful15>