হারিয়ে যাওয়া তুমি

লেখিকা
লেখিকা

নিঃসঙ্গ,
একাকী সন্ধ্যার আলো-আঁধারিতে
জ্যোৎস্নার ঝলসানো বৃষ্টিতে
জলে ছোঁয়া বাতাসের
হিমশীতল শিহরণে
পিচঢালা ভেজা রাজপথে
অগোছালো অনুভূতি নিয়ে
ঘুরে ঘুরে খুঁজেছি তোমায়।

অস্পৃশ্য রাতের আগমনে
মাঝরাতের নিশ্চুপ আঁধারে
নিয়ন আলোর ল্যাম্প পোস্টে
স্বপ্ন শহরের যান্ত্রিক কোলাহলে
চিরন্তন নিস্তব্ধতায়
মায়াভরা অশ্রুসিক্ত চোখে
অনুসন্ধিৎসু চাহনিতে
খুঁজেছি তোমায়।

অন্তহীন নীল জলরাশির স্নিগ্ধ গ্রাসে
বেদনার জমাট বাঁধা নিথর স্রোতে
শূন্য হৃদয়ের দগ্ধ জমিনে
অন্ত্যজ অভিমানে নির্জীব অনুভবে
আলোর অবসরে আঁধারের ছোঁয়ায়
হৃদয়ের কাঙ্ক্ষিত বাসনায়
একাকিত্ব আর হাহাকার নিয়ে
খুঁজেছি তোমায়।

তৃষ্ণার্ত এই চোখে
ক্লান্ত পায়ে বিরামহীন হেঁটে চলেছি মরুভূমির পথে,
তপ্ত বালুচরের এক একটি কণায় কণায়
প্রতিটি পদচিহ্নে খুঁজেছি তোমায়
শুধু কী ফিরে পাবার আশায়?
...

উইলি মুক্তি: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।