ফ্রাঙ্কফুর্টে আফরিদার কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন

শায়রা আফরিদা ঐশী রচিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায়। ছবি: সংগৃহীত
শায়রা আফরিদা ঐশী রচিত কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায়। ছবি: সংগৃহীত

ইউনিভার্সিটি অব মেলবোর্নের আর্কিটেকচারের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শায়রা আফরিদা ঐশী রচিত ‘ON DAYS LIKE THIS’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার বেলা দুইটার দিকে জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলায় মেক্সিকো বুথে বইটির মোড়ক উন্মোচন করা হয়। এটি প্রকাশ করেছে ‘জার্নিম্যান বুকস’।

ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি হুগো সেটজার ও সাধারণ সম্পাদক জোশে বরগুনো বইটি মোড়ক উন্মোচন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বইটির মার্কেটিং ও ডিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ‘পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড’এর চেয়ারম্যান কামরুল হাসান শায়ক, ম্যানেজার মৌসুমী আকতার আলো প্রমুখ।

মোড়ক উন্মোচনের পরপরই অস্ট্রেলিয়ান রাইট এজেন্ট রিচার্ড সেইজারসমা বইটির রাইট কিনতে সম্মত হন। তিনি প্রথমত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড থেকে বইটি প্রকাশের উদ্যোগ নেবেন।

কাব্যগ্রন্থটির প্রকাশক কবি তারিক সুজাত জানান, চলতি বছরেই এর আগে গোথেনবার্গ বই মেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়েছিল। সেখানে নজর কাড়া সাফল্যের পর এবার তাই ফ্রাঙ্কফুর্ট বইমেলায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।