পিফোরজি বৈশ্বিক জোটে বাংলাদেশ

সভায় পিফোরজি সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতেরা ছাড়াও ডেনিশ পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র উপদেষ্টা ও স্টেট অব গ্রিনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন
সভায় পিফোরজি সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতেরা ছাড়াও ডেনিশ পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র উপদেষ্টা ও স্টেট অব গ্রিনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রচেষ্টাকে জোরদার করার লক্ষ্যে সদ্যগঠিত বৈশ্বিক জোট পিফোরজিতে (পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস্ ২০৩০) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত পিফোরজি রাষ্ট্রদূতদের বৈঠকে বিষয়টি অবগত করেন দেশটিতে নিয়োজিত বাংলাদেশ রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত । গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) বাংলাদেশ দূতাবাসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিফোরজি সদস্য রাষ্ট্রসমূহের রাষ্ট্রদূতেরা ছাড়াও ডেনিশ পররাষ্ট্র দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, ডেনিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র উপদেষ্টা ও স্টেট অব গ্রিনের প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের ৭২তম সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে ডেনমার্কে নেতৃত্বে চিলি, ইথিওপিয়া, কেনিয়া, মেক্সিকো, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে একটি নতুন বৈশ্বিক জোট হিসেবে পিফোরজি গঠিত হয়। টেকসই প্রবৃদ্ধি একটি নতুন বৈশ্বিক চালিকা শক্তি হিসেবে পরিচিত এ পদক্ষেপটির লক্ষ্য হলো টেকসই উন্নয়নের জন্য ‍উদ্যোক্তা, স্থানীয় ও জাতীয় নেতৃত্ব, বিনিয়োগকারীদের সঙ্গে একটি উদ্ভাবনশীল অংশীদারত্ব নিশ্চিত করা। পিফোরজির লক্ষ্য টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০-এর আলোকে জ্বালানি, পানি, বাস্তুসংস্থান, ভূমির টেকসই ব্যবহার, টেকসই শহর, খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির নতুন ধারণাকে বাস্তবায়ন করা। এ বছরের ১ জানুয়ারি থেকে নতুন এ উদ্যোগটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে বাংলাদেশের পিফোরজির উদ্যোগের আনুষ্ঠানিক অংশীদার হওয়ার জন্য অনুমোদন দিয়েছেন।

সভায় বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল মুহিত (বাঁ থেকে প্রথম)সহ অন্যরা
সভায় বক্তব্য দেন মোহাম্মদ আব্দুল মুহিত (বাঁ থেকে প্রথম)সহ অন্যরা

আগামী ১৯-২০ অক্টোবর কোপেনহেগেনে প্রথমবারের জন্য পিফোরজি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। আশা করা হচ্ছে, এ সম্মেলনে উল্লেখযোগ্যসংখ্যক রাষ্ট্র ও সরকারপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞপ্তি