অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রীর সঙ্গে বাংলাদেশিদের সাক্ষাৎ

পিটার ডাটনের সঙ্গে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা
পিটার ডাটনের সঙ্গে প্রবাসী বাংলাদেশি প্রতিনিধিদলের সদস্যরা

অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী পিটার ডাটনের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেছেন। নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের ব্যাংকসের ফেডারেল সাংসদ ডেভিড কোলম্যানের আমন্ত্রণে সম্প্রতি তারা মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পিটার ডাটন অস্ট্রেলিয়ার উন্নয়নে বাংলাদেশিদের অবদানের ভূয়সী প্রশংসা করেন। প্রতিনিধিদলের সদস্যরাও বাংলাদেশিদের অভিবাসন ও ভিসা সংক্রান্ত কিছু সমস্যার কথা তাঁকে অবহিত করেন। এ ছাড়া, অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার আন্তর্জাতিক সামাজিক নিরাপত্তা চুক্তি সম্পাদন নিয়েও কথা বলেন তাঁরা।
প্রতিনিধিদলে ছিলেন ড. রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, নাসিম সামাদ ও আবুল কালাম আজাদ প্রমুখ।