ডেনমার্কের বাংলাদেশ দূতাবাসে বিজনেস সেমিনার

সেমিনারে এস এম গোলাম ফারুক, তাকসিম এ খান, জি এম তারিকুল ইসলাম, বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডেনিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং জ্বালানি, পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি ডেনিশ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন
সেমিনারে এস এম গোলাম ফারুক, তাকসিম এ খান, জি এম তারিকুল ইসলাম, বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডেনিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং জ্বালানি, পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি ডেনিশ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন

সবুজ-উন্নয়নবিষয়ক নতুন বৈশ্বিক জোট পিফোরজির (পার্টনারিং ফর গ্রিন গ্রোথ অ্যান্ড দ্য গ্লোবাল গোলস ২০৩০) প্রথম সম্মেলনকে সামনে রেখে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক বিজনেস নেটওয়ার্কিং সেমিনার। গত বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দূতাবাসে এ সেমিনার আয়োজন করা হয়।

সেমিনারে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জি এম তারিকুল ইসলাম, বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, ডেনিশ পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা এবং জ্বালানি, পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, তথ্য প্রযুক্তিসহ বিভিন্ন খাতে বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি ডেনিশ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। দুই দেশের সরকারি বেসরকারি পর্যায়ের প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কৃষি, পানি ব্যবস্থাপনা, খাদ্য নিরাপত্তা, জ্বালানি, নগরায়ণ ও সার্কুলার ইকোনমি খাতে প্রযুক্তি বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টির উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ  আব্দুল  মুহিত
সেমিনারে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ আব্দুল মুহিত

উল্লেখ্য, টেকসই প্রবৃদ্ধি একটি নতুন বৈশ্বিক চালিকা শক্তি হিসেবে পরিচিত পিফোরজি জোটের লক্ষ্য হলো, টেকসই উন্নয়নের জন্য ‍উদ্যোক্তা, স্থানীয় ও জাতীয় নেতৃত্ব, বিনিয়োগকারীদের সঙ্গে একটি উদ্ভাবনশীল অংশীদারত্ব নিশ্চিত করা। পিফোরজির প্রথম সম্মেলন গতকাল (১৯ অক্টোবর) কোপেনহেগেনে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ সম্মেলন আজ শেষ হবে। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। তাদের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে সহযোগিতার নতুন নতুন দ্বার উন্মোচিত হবে। বিজ্ঞপ্তি