বাচ্চুর জন্য মারসিয়া

সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু
সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু

ঘুম থেকে উঠে ফোন স্ক্রল করতেই দেখি তুমি নেই আর

বিষণ্ন হয়ে আছে পড়ে ছয় তারের তোমার রূপালি গিটার
দূরে চলে যাবে, হারিয়ে যাবে বলতে প্রায়, তাই বলে এত দূর
যেখানে চিরতরে হারিয়ে যাবে নিত্য বেজে যাওয়া সব সুর।

একে একে খসে পড়ছে সব তারা ত্রস্ত নীলিমার পরে
বিষণ্ন ফ্যাকাশে আকাশ হারাচ্ছে রং একটু একটু করে
প্ল্যাসিডের মাঠে আর দেখা হবে না দেখা হবে না বন্ধু
এক জীবনে কত পথ পাড়ি দিলে নতজানু হয় সিন্ধু?

কে তোমাকে কাঁদিয়েছে এত, উড়াল দিতে হলো আকাশে
সে আকাশে আজ হারিয়ে গেছে রোদ শুধু মেঘ কেন ভাসে
তুমি আজ বড্ড বিষণ অচেনা, নির্বাক মানায় না তোমায়
কোটি নয়নে যে অশ্রুর নহর বলো কেমন করে মোছা যায়।

তুমি রবে তোমার সুরে সুরে, এক মহাকাল হৃদয়ে হৃদয়ে
যেখানে তোমার ক্ষয় নেই, গানেরা বলবে কথা তোমার হয়ে
গিটারের ঝংকার তুলবে না জনতার মহাসমুদ্রে শুধু ঢেউ
একটি প্রজন্ম এতকাল ধরে মুগ্ধ করে রাখতে পারে কেউ?

আমার হৃদয় আচ্ছন্ন হয়ে আসছে, চলছে না আর আঙুল
জানি কাউকে ভালোবাসা হয়তো এক জীবনের মস্ত বড় ভুল
তবুও নিয়ো ভালোবাসা নিরন্তর, জ্বলুক না দু-চারটে লোবান
তোমাকে হারিয়ে আইয়ুব বাচ্চু ভাই কোটি হৃদয় হয়রান...।

মোকাররম আলাভী: ইছাং, হুবেই, চীন।