টোকিওতে দুর্গাপূজা উদ্যাপন

টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য
টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে টোকিওতে উদ্‌যাপিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল ৯ অক্টোবর রোববার টোকিওর আকাবানে কিতা-কুমিন সেন্টারে পূজা উদ্‌যাপন করা হ​য়। সেন্টারের অস্থায়ী মণ্ডপে সর্বজনীন পূজা কমিটি, জাপান এ পূজার আয়োজন করে।

সকালের দিকে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও দূর-দূরান্ত থেকে প্রায় চার শ পূজারি দুর্গতিনাশিনী মা দুর্গার চরণে অঞ্জলি দেওয়ার জন্য ছুটে আসেন। আবহমান বাংলা ও বাঙালির ঐতিহ্যবাহী এ অনুষ্ঠানে হিন্দু ধর্মাবলম্বী ছাড়াও বিভিন্ন ধর্মের উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসী বাংলাদেশি ও জাপানিও উপস্থিত ছিলেন।

টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য
টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। আলোচনা অনুষ্ঠানে তিনি উপস্থিত সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রবাসে এ দুর্গাপূজা আয়োজন করার জন্য পূজার কর্মকর্তাদের ধন্যবাদ জানান। অন্যদিকে সর্বজনীন পূজা কমিটির নেতারা তাঁদের বক্তব্যে প্রচণ্ড ব্যয়বহুল জাপানে একটি স্থায়ী মন্দির স্থাপনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। অনুষ্ঠানের একপর্যায়ে মণ্ডপে এসে হাজির হন জাপান সফররত বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য
টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য

শুভেচ্ছা বক্তব্যে আ ক ম মোজাম্মেল হক প্রবাসে নিজের ভাষা ও নিজের ধর্ম না ভুলে জাঁকজমকের সঙ্গে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠান আয়োজনের জন্য হিন্দু ধর্মাবলম্বীদের অভিনন্দন জানান। তিনি বলেন, দুর্গাপূজার মাহাত্ম্য হচ্ছে এ পৃথিবীতে যখন অন্যায়-অত্যাচার চলছিল তখন ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য মা দুর্গার আবির্ভাব হয়েছিল। তিনি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিককালে যে অশুভ শক্তি মাথা-চাড়া দিয়ে উঠেছিল তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কঠোরভাবে দমন করে দেশে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন কায়েম করছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল, ধর্ম যার যার রাষ্ট্র সবার। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সে চেতনায় আঘাত এসেছিল। শেখ হাসিনা সেই অবস্থা থেকে দেশকে মুক্ত করে আবার আমাদের দেশকে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করেছেন।

টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য
টোকিওতে দুর্গাপূজা উদ্‌যাপনের নানা দৃশ্য

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ছোট ছোট শিশুরা কবিতা আবৃত্তি ও নাচ-গান পরিবেশনা করে। এরপর ভারত থেকে আগত বরেণ্য রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিক ও নৃত্যশিল্পী সুভা চক্রবর্তী গান ও নাচে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন। পরিশেষে আরতি, সিঁদুর খেলা ও আলিঙ্গনের মধ্য দিয়ে শেষ হয় এবারের পূজার সকল আয়োজন।