বার্লিনে কঠিন চীবরদান

বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

প্রতিবছরের মতো এ বছরও জার্মানির রাজধানী বার্লিনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দানোত্তম শুভ কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৮ অক্টোবর) বার্লিনের সবচেয়ে পুরোনো বৌদ্ধ বিহার ভিক্ষু সংঘে এই ঐতিহ্যবাহী দানোৎসবের আয়োজন করা হয়।

বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

দিনটি উপলক্ষে নানা কর্মসূচির মধ্যে ছিল সম্মিলিত বুদ্ধপূজা, শীল গ্রহণ, ধর্মদেশনা, ভিক্ষু সংঘের জন্য দান ও বিশ্ব শান্তির জন্য সমবেত প্রার্থনা। ধর্মদেশনায় আমন্ত্রিত অতিথিরা উপাসক উপাসিকাদের উদ্দেশে বলেন, ভিক্ষুসংঘের জন্য পরিধেয় বস্ত্র চীবরদান অন্যতম শ্রেষ্ঠ দান আর পরম করুণাময় তথাগত গৌতম বুদ্ধ মানুষের মুক্তি ও জগতের কল্যাণে যে ধর্মের প্রবর্তন করেছিলেন তা অপ্রমত্ততার সঙ্গে পালন এবং দান, শীল পালন ও বিদর্শন ভাবনার মতো ত্রিবিধ পূণ্যকর্মের মাধ্যমেই নির্বাণ সাক্ষাৎ সম্ভব।

বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা

দানোৎসবে বার্লিনে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীরা ছাড়াও বিভিন্ন দেশের সর্বস্তরের উপাসক উপাসিকারা চীবরদানে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, আষাঢ়ী পূর্ণিমা থেকে ভিক্ষু সংঘের তিন মাস বর্ষাবাস শেষে আশ্বিনী পূর্ণিমা বা প্রবারণা পূর্ণিমার পর থেকেই বিশ্বের প্রায় সব বৌদ্ধ বিহারে মাসব্যাপী কঠিন চীবরদান অনুষ্ঠিত হয়।

বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা
বার্লিনের ভিক্ষু সংঘে কঠিন চীবরদান অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা