টোকিওতে আইয়ুব বাচ্চুকে স্মরণ

স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাপানের উত্তরণ ও স্বরলিপির সদস্যরাসহ কমিউনিটির অনেকেই
স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাপানের উত্তরণ ও স্বরলিপির সদস্যরাসহ কমিউনিটির অনেকেই

জাপানের রাজধানী টোকিওতে গিটারের জাদুকর সদ্য প্রয়াত আইয়ুব বাচ্চুর স্মরণে প্রবাসীদের সম্মিলিত উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে স্মরণ সভা। গত শনিবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় টোকিওর তাকিনেগাওয়া বুঙ্কা সেন্টারে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্মৃতিচারণ করে বক্তব্য দেন মুনশী আজাদ, সুখেন ব্রহ্ম, খন্দকার রতন, আলী জাবেদ মো. জালাল, যেরোম গোমেজ, এম এ শাহিন, কামরুল হাসান লিপু, ছালেহ মোহাম্মদ আরিফ, নাসিরুল হাকিম, গোলাম মাসুম জিকো, নারমিন হক, মোহাম্মদ নাজিম উদ্দীন, শেখ বাদল, মীর রেজাউল করিম রেজা, জাকির হোসেন জোয়ারদার ও নুর খান রনি প্রমুখ।

স্মরণ সভার আলোচকেরা
স্মরণ সভার আলোচকেরা

বক্তারা প্রয়াত এই গুণী শিল্পীর সংগীত জীবনে আগমন ও মৃত্যু পর্যন্ত বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন। অনেকে আইয়ুব বাচ্চুর জাপান সফরকালে তার সঙ্গে কাটানো কিছু সুখ স্মৃতির বর্ণনা দেন।

অনুষ্ঠানে বাদ্যযন্ত্র ছাড়াই তার গাওয়া গান পরিবেশন করেন যেরোম গোমেজ, খন্দকার রতন ও শেখ বাদল।

স্মরণ সভার আলোচকেরা
স্মরণ সভার আলোচকেরা

এ ছাড়া, সদ্য নির্মিত ডকুমেন্টারি প্রদর্শনীর মাধ্যমে তার বর্ণময় সংগীত জীবনের বয়ানটি ছিল সুগ্রন্থিত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাজী ইনসানুল হক। সার্বিক সহযোগিতায় ছিলেন গোলাম মাসুম জিকো। সহায়তা করেন জালাল জাবেদ ও রাহমান মনি।

স্মরণ সভার আলোচকেরা
স্মরণ সভার আলোচকেরা

প্রয়াত আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গিটারে মোহিতের গান পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

স্মরণ সভায় উপস্থিত ছিলেন জাপানের উত্তরণ ও স্বরলিপির সদস্যরাসহ কমিউনিটির অনেকেই। বিজ্ঞপ্তি