টরন্টোয় মানসিক স্বাস্থ্যের প্রতিকারবিষয়ক কর্মশালা

মানসিক স্বাস্থ্যের প্রতিকার বিষয়ক কর্মশালার প্রচারপত্র
মানসিক স্বাস্থ্যের প্রতিকার বিষয়ক কর্মশালার প্রচারপত্র

গবেষণায় প্রাপ্ত তথ্য মতে কানাডায় বর্তমানে প্রতি তিনজনে একজন কোনো না কোনোভাবে মানসিক সমস্যায় আক্রান্ত। যেকোনো বয়সে যে কেউ মানসিক সমস্যায় আক্রান্ত হতে পারেন। অনেক সময় পরিবারের সদস্যদের মানসিক সমস্যার লক্ষণ দেখা দিলে বিভিন্ন স্টিগমার কারণে বিষয়টি প্রকাশ করতে চান না। যার ফলে সমস্যা অনেক সময় ব্যাপক আকার ধারণ করে। সমস্যাটির গুরুত্ব অনুধাবন করে বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) আয়োজন করেছে এক কর্মশালার। আগামী ৮ নভেম্বর মঙ্গলবার, স্থানীয় সময় বেলা দুইটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউর এক্সেস পয়েন্টে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

উডগ্রিন কমিউনিটি সার্ভিসেসের সহায়তায় আয়োজিত এ কর্মশালা পরিচালনা করবে রিকানেক্ট কমিউনিটি সার্ভিসেস। কর্মশালায় মানসিক সমস্যার বিভিন্ন কারণ, প্রতিকারের উপায় ও এ সম্পর্কিত কমিউনিটি রিসোর্স সম্পর্কে আলোকপাত করা হবে।

কর্মশালায় অংশগ্রহণকারীদের হালকা খাবার ও দূর দুরান্ত থেকে আগতদের টিটিসি টোকেন দেওয়া হবে। এতে আগ্রহী কমিউনিটি সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে।বিজ্ঞপ্তি