সিডনিতে হুমায়ূন আহমেদ

হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে রং–তুলির আচঁড় দিচ্ছেন পার্থ প্রতিম বালা
হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতিতে রং–তুলির আচঁড় দিচ্ছেন পার্থ প্রতিম বালা

অস্ট্রেলিয়ার সিডনিতে অঙ্কন করা হয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের এক সুবিশাল প্রতিকৃতি। তাঁর ৭০তম জন্মদিনে আজ এ প্রতিকৃতির আঁকা শেষ হয়। রংতুলির আঁচড়ে বাংলা সাহিত্যের কালজয়ী এই লেখককে ভিনদেশেও স্মরণীয় করে রাখতেই একটি দেয়ালে তাঁর প্রতিকৃতি আঁকা হয়েছে।

সিডনির লাকেম্বার একটি বাংলা রেস্টুরেন্টের বর্ধিত অংশে সবুজ দেয়ালে দেখা মিলবে হ‌ুমায়ূনকে। ১০ ফুট বাই ১৫ ফুটের বিশাল এই প্রতিকৃতি এঁকেছেন সিডনিতে বসবাসরত বাংলাদেশি চিত্রশিল্পী পার্থ প্রতিম বালা। গত এক সপ্তাহ রাত-দিন নিবিড় মনোযোগ দিয়ে দেয়ালে শান্ত ও চিন্তাশীল হ‌ুমায়ূনের প্রতিকৃতি আঁকেন তিনি। হ‌ুমায়ূন আহমেদের প্রতিকৃতি নিয়ে পার্থ প্রতিম বলেন, তিনি নিজেই বড় একজন শিল্পী ছিলেন। যখন আঁকছিলাম মনে হচ্ছিল তিনি আমায় দেখছেন। রেস্টুরেন্ট ব্যবসায়ী আশরাফুল ইসলাম বলেন, বই পড়ে আমরা বড় হয়েছি। তাঁকে সব সময় স্মরণে রাখতে এবং ভিনদেশেও নতুন প্রজন্মের কাছে পরিচিত করতেই এ উদ্যোগ নিয়েছি।