সিডনিতে আবারও মঞ্চনাটক লিভ মি অ্যালন

লিভ মি অ্যালন নাটকের ফাইল ছবি
লিভ মি অ্যালন নাটকের ফাইল ছবি

অস্ট্রেলিয়ার সিডনিতে দর্শক অনুরোধে আবারও মঞ্চায়িত হতে যাচ্ছে মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চনাটক লিভ মি অ্যালোন। আগামী ১৮ নভেম্বর রোববার হরাইজন থিয়েটারে সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চায়িত হবে নাটকটি। এর আগে দীর্ঘ ষোলো বছর পর সিডনিতে মঞ্চায়িত হয় লিভ মি অ্যালোন। গত ১০ নভেম্বর সিডনির ওয়াইলি পার্কের এম্ফি থিয়েটারে দিনব্যাপী বাংলা সংস্কৃতি উৎসবে মঞ্চায়িত হয় নাটকটি। ষোলো বছর পর ফিরে এসেই আবারও হল ভর্তি দর্শকদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে নাটকটি। একজন মুক্তিযোদ্ধার মেয়েকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি সিডনিতে প্রথম মঞ্চায়িত হয় ২০০২ সালে। প্রথম প্রদর্শনীতেই নাটকটি দর্শকদের মুগ্ধ করেছিল বলে জানালেন নাটকটির রচয়িতা ও নির্দেশক জন মার্টিন। বললেন, আমাদের অবাক করে দিয়ে প্রত্যাশারও বেশি সাড়া দিয়েছেন দর্শক। একবার দেখে মন ভরেনি বলেও জানালেন অনেকে। সকলের অনুরোধেই আবার মঞ্চায়িত হবে নাটকটি।

দর্শক অনুরোধে বহু বছর পর দ্বিতীয়বারের মতো নাটকটি আবারও মঞ্চায়িত করবে সিডনিতে বাংলাদেশি শুরুর দিকের নাট্য সংগঠন আলাপন।

ঢাকা পদাতিকের শতাধিকবার মঞ্চায়িত হওয়া ‘এই দেশে এই বেশে’ মঞ্চনাটকের জনপ্রিয় ‘নানা' চরিত্রে অভিনয় করতেন মিজানুর রহমান শাহীন। তিনি এখন গুরুতর অসুস্থ। তাঁর সুস্থতা কামনাও করা হবে ১৮ নভেম্বর লিভ মি অ্যালোন নাটকের মঞ্চে। তাঁর মঙ্গল কামনায় সকলকে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়েছেন মঞ্চনাটকটির অভিনেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের খণ্ডকালীন শিক্ষক এবং ঢাকা পদাতিকের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মোস্তফা। এ ছাড়া, একসময়ের ঢাকা মঞ্চনাটক প্রাঙ্গণ বেইলি রোডের মহিলা সমিতির মতো এখানেও আয়োজন থাকবে দেশীয় চটপটি ও ফুচকা।