সিঙ্গাপুরে রবীন্দ্রনাথের নৃত্যনাট্য চণ্ডালিকা

নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য
নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য

সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্য চণ্ডালিকা মঞ্চায়িত হয়েছে। স্থানীয় একটি অডিটোরিয়ামে গত রোববার (১৬ নভেম্বর) নৃত্যনাট্যটি মঞ্চায়িত হয়।

নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য
নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও দেশের মানুষের অসাম্প্রদায়িক বৈশিষ্ট্যকে বিদেশিদের কাছে তুলে ধরার প্রয়াসে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করে বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মনোনীত নৃত্যনন্দন শিল্পগোষ্ঠীর শিল্পীরা তাদের সাবলীল অভিনয় ও নৃত্যকলার মাধ্যমে চণ্ডালিকা নৃত্যনাট্যটি উপস্থাপন করেন। নৃত্যনাট্যটি দর্শকদের ভূয়সী প্রশংসা লাভ করে।

নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য
নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য

অনুষ্ঠানের শুরুতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানে স্বাগত জানান। তিনি তার শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশে বিভিন্ন জাতি, গোষ্ঠী, সম্প্রদায়ের মানুষের সহাবস্থান ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যই সবাইকে একসূত্রে প্রোথিত রেখেছে। হাইকমিশনার মঞ্চায়িত নৃত্যনাট্যের স্রষ্টা নোবেলজয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যকর্মের ওপরও আলোকপাত করেন।

নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য
নৃত্যনাট্য চণ্ডালিকার একটি দৃশ্য

সিঙ্গাপুরে নিয়োজিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিসেবীসহ প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

হাইকমিশনারের সঙ্গে শিল্পীরা
হাইকমিশনারের সঙ্গে শিল্পীরা
দর্শকদের একাংশ
দর্শকদের একাংশ

বিজ্ঞপ্তি