টরন্টোয় বায়েসের ডিমেনশিয়া বিষয়ক কর্মশালা

কর্মশালার প্রচারপত্র
কর্মশালার প্রচারপত্র

কানাডায় প্রতিবছর ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সংখ্যা প্রায় পঁচিশ হাজার। শুধু কানাডায় নয়, ডিমেনশিয়া গোটা বিশ্বের সমস্যা। এটা এমন একটা রোগ যার ফলে কোনো কিছু মনে রাখা কঠিন হয়ে যায় অথবা চিন্তার স্বচ্ছতা থাকে না। এর প্রধান কারণ হলো আলঝেইমার রোগ। ডিমেনশিয়া হলে স্মৃতিশক্তি হ্রাস পায়। কিছু বলতে গিয়ে সঠিক শব্দ খুঁজে পেতে কষ্ট হয়। ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটে।

সমস্যাটির গুরুত্ব অনুধাবন করে টরন্টোর বাংলাদেশি সংগঠন বেঙ্গলি ইনফরমেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট সার্ভিসেস (বায়েস) আয়োজন করেছে এক কর্মশালার। জার্নি অব ডিমেনশিয়া বিষয়ক এই কর্মশালা আগামী ২৩ নভেম্বর শুক্রবার বেলা দুইটায় টরন্টোর ৩০৭৯ ডেনফোর্থ অ্যাভিনিউর এক্সেস পয়েন্টে অনুষ্ঠিত হবে। উডগ্রিন কমিউনিটি সার্ভিসেসের সহায়তায় কর্মশালাটি পরিচালনা করবেন আলঝেইমার সোসাইটি অব টরন্টোর বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের হালকা খাবার ও দূর-দুরান্ত থেকে আগতদের টিটিসি টোকেন দেওয়া হবে। এতে বাংলাদেশি কমিউনিটি আগ্রহী সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। অংশগ্রহণকারীরা ৬৪৭–৯৮১–৭৮৫৩ নম্বরে ফোন বা টেক্সট করে অগ্রিম নাম নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি