হ্যানয়ে চ্যারিটি মেলায় বাংলাদেশ

মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টল
মেলায় বাংলাদেশ দূতাবাসের স্টল

হ্যানয় ইন্টারন্যাশনাল উইমেন্স ক্লাব (এইচইডব্লিউসি) আয়োজিত চ্যারিটি মেলায় অংশগ্রহণ করেছে বাংলাদেশ দূতাবাস। মেলায় বাংলাদেশ দূতাবাস দেশে উৎপাদিত পণ্যসামগ্রী প্রদর্শন ও বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয়।

স্টলে সিরামিক সামগ্রী
স্টলে সিরামিক সামগ্রী

প্রদর্শনীর জন্য মেলায় বাংলাদেশি পণ্যসামগ্রী যেমন ফাইন সিরামিক, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, লেদার ব্যাগ, ঐতিহ্যবাহী নকশিকাঁথা, পার্লের তৈরি জুয়েলারি সামগ্রী, জুট ব্যাগ, চা, সুগন্ধি চাল প্রদর্শন এবং মুখরোচক খাবার (সম্পূর্ণ ঘরে তৈরি) যেমন সমুচা, চিকেন কাবাব, ভেজিটেবল পাকোড়া, চিকেন পোলাও ও পায়েস ইত্যাদি দিয়ে দলটি সাজানো হয়। খাবারের আইটেমগুলো বিক্রি করে চ্যারিটির জন্য অনুদান দেওয়া হয়। বিজ্ঞপ্তি

বক্তব্য দিচ্ছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ
বক্তব্য দিচ্ছেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজ