পাকিস্তানে বাংলাদেশের শাড়ি ও খাবারের প্রশংসা

সামিনা আলভি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন
সামিনা আলভি বাংলাদেশের স্টল পরিদর্শন করেন

বাংলাদেশের ঐতিহ্যবাহী শাড়ি ও সুস্বাদু খাবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আয়োজিত চ্যারিটি বাজারে প্রশংসিত হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতি গতকাল রোববার (২৫ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাঙ্গণে বার্ষিক এই চ্যারিটি বাজারের আয়োজন করে।

দেশটির প্রেসিডেন্টের পত্নী ও ফার্স্ট লেডি সামিনা আলভি চ্যারিটি বাজার উদ্বোধন করেন। তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের স্টল পরিদর্শন করেন। স্টল পরিদর্শনকালে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারিক আহসান ও তার সহধর্মিণী মাহজাবিন আহসান ফার্স্ট লেডি সামিনা আলভিকে বাংলাদেশ স্টলে স্বাগত জানান। এ ছাড়া, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিও চ্যারিটি বাজার পরিদর্শন করেন।

বাংলাদেশের স্টল দেশি খাবার
বাংলাদেশের স্টল দেশি খাবার

চ্যারিটি বাজার উপলক্ষে আয়োজিত প্যারেড অব নেশনসে বিভিন্ন দেশের শিশুদের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনের দুই কর্মকর্তার ছেলে ও মেয়ে অংশগ্রহণ করে। তারা প্যারেডকালে বাংলাদেশের জাতীয় পতাকা বহন ও উঁচুতে তুলে ধরে।

বাংলাদেশ স্টলে প্রদর্শিত পণ্যের মধ্যে ছিল জামদানি ও সিল্ক শাড়ি, হাতব্যাগ ও বিভিন্ন পাটজাত সামগ্রী। খাবারের মধ্যে ছিল মুরগির বিরিয়ানি, মাছের কাটলেট, আলুর চপ, পাটিসাপটা পিঠা, রসগোল্লা ও সমুচা। অধিকাংশ বাংলাদেশি খাবার তৈরি করেন মাহজাবিন আহসান ও মিশনের অন্য কর্মকর্তাদের সহধর্মিণীরা।

বাংলাদেশের স্টল দেশি খাবার
বাংলাদেশের স্টল দেশি খাবার

ইসলামাবাদের প্রায় সব দূতাবাস চ্যারিটি বাজারে অংশ নেয়। বাজার থেকে সংগৃহীত তহবিল পাকিস্তান পররাষ্ট্র দপ্তর মহিলা সমিতির মাধ্যমে দাতব্য কাজে ব্যয় করা হবে। বাংলাদেশ হাইকমিশন তহবিলে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ প্রদান করে।

বাংলাদেশ হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসী বাংলাদেশি নাগরিকেরা এ বাজার পরিদর্শন করেন। বিজ্ঞপ্তি

বাংলাদেশ স্টলে তারিক আহসান, মাহজাবিন আহসান ও সহধর্মিণীসহ হাইকমিশনের কর্মকর্তারা
বাংলাদেশ স্টলে তারিক আহসান, মাহজাবিন আহসান ও সহধর্মিণীসহ হাইকমিশনের কর্মকর্তারা