এথেন্সে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ

মেলায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা বিদেশিদের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে সংগীত ও নৃত্য পরিবেশন করে
মেলায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা বিদেশিদের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে সংগীত ও নৃত্য পরিবেশন করে

প্রতি বছরের মতো এ বছরও এথেন্সের আন্তর্জাতিক ক্রিসমাস বাজারে অংশগ্রহণ করেছে গ্রিসের বাংলাদেশ দূতাবাস। গ্রিসের সুপরিচিত সংগঠন ‘ফ্রেন্ডস অব চিলড্রেন’ এই আন্তর্জাতিক বাজারের আয়োজন করে। গত শনিবার ও রোববার (২৪ ও ২৫ নভেম্বর) এথেন্সের হেলেক্সপোতে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশসহ বিভিন্ন মহাদেশের ৩৮টি দেশ অংশ নেয়।

এই আয়োজনে অংশগ্রহণের মধ্যে দিয়ে বাংলাদেশ তার সমৃদ্ধ ঐতিহ্য ও কৃষ্টিকে তুলে ধরে যা বাজারে আগত হাজারো দর্শকের দৃষ্টি আকর্ষণ করে। শাড়ি ও হস্তশিল্প সামগ্রীসহ দেশীয় বিভিন্ন পণ্য সম্ভারে সুসজ্জিত বাংলাদেশ স্টলের প্রতি দর্শকদের বাড়তি আকর্ষণ বিশেষভাবে পরিলক্ষিত হয়।

মেলায় বাংলাদেশ স্টলে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও তার সহধর্মিণীসহ দূতাবাসের কর্মকর্তারা
মেলায় বাংলাদেশ স্টলে গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন ও তার সহধর্মিণীসহ দূতাবাসের কর্মকর্তারা

দর্শকেরা বাংলাদেশের সুস্বাদু খাবারের সঙ্গে পরিচিত হওয়ারও সুযোগ লাভ করেন এবং বাংলাদেশের পর্যটন, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সম্পর্কিত লিফলেট, পুস্তিকা ইত্যাদির মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে অবগত হন। এ বছর মেলায় বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা বিদেশিদের কাছে দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে সংগীত ও নৃত্য পরিবেশন করে।

দর্শকদের অনেকে বাংলাদেশ সম্পর্কে বিশেষত পর্যটক হিসেবে বাংলাদেশ ভ্রমণে আগ্রহ প্রকাশ করেন। দুই দিনব্যাপী এই বাজারে বিভিন্ন দেশের কূটনৈতিক, দেশ-বিদেশের সংবাদমাধ্যম কর্মীসহ বিপুলসংখ্যক গ্রিক দর্শক উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি