জাপান-বাংলাদেশ প্রেসক্লাবের শিক্ষা সফর

সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন
সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন

জাপান-বাংলাদেশ প্রেসক্লাবের সদস্যরা তাদের নভেম্বর মাসের প্রেস ট্যুর (শিক্ষা সফর) সম্পন্ন করেছেন প্রশান্ত মহাসাগর উপকূলীয় প্রিফেকচার সিজুওকাতে। গত শনিবার (২৪ নভেম্বর) রাজধানী টোকিওর কিতা ওয়ার্ডের আকাবানে রেলস্টেশন থেকে দুটি গাড়িতে ক্লাবের সদস্যরা সকালে পূর্ব নির্ধারিত সময়ে সিজুওকার উদ্দেশে রওনা হয়ে দুপুরের মধ্যে সেখানে পৌঁছান। 

সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন
সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন

এ সময় সিজুওকায় বসবাসরত ক্লাবের কার্যকরী সদস্য নিয়াজ আহমেদ জুয়েল আরও কয়েকজন প্রবাসীকে সঙ্গে নিয়ে তাদের সকলকে স্বাগত জানান।

সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন
সিজুওকা সফরকালে ক্লাবের সদস্যরা প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন

পরে ক্লাবের সদস্যরা নিয়াজ আহমেদ জুয়েলের নেতৃত্বে সিজুওকা ব্রডকাস্টিং সেন্টার (টেলিভিশন কেন্দ্র), প্রত্নতাত্ত্বিক সাইট ও নাম্বো দাই উদ্যান পরিদর্শন করেন। এর আগে সিজুওকা রেলস্টেশনসংলগ্ন এলাকার বাংলাদেশি রেস্টুরেন্ট বেঙ্গল কিচেনে দুপুরের খাবার শেষে সিজুওকাপ্রবাসী বাংলাদেশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা করেন।

প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় সংসদ সদস্য ইয়োশিও মোচিযুকির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন
প্রেসক্লাবের সদস্যরা স্থানীয় সংসদ সদস্য ইয়োশিও মোচিযুকির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন

সন্ধ্যায় ক্লাবের সদস্যরা জাপানের ক্ষমতাসীন দলের সদস্য ও মেম্বার অব দ্য হাউস অব রিপ্রেজেনটেটিভ (সংসদ সদস্য) ইয়োশিও মোচিযুকির সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। তাঁর কাছে ক্লাবের বর্তমান কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন সভাপতি প্রবীর বিকাশ সরকার। এ সময় নিয়াজ আহমেদ জুয়েলসহ ক্লাবের উপদেষ্টা ড. আরশাদ উল্লাহ্, সাধারণ সম্পাদক পি আর প্লাসিড, সাংগঠনিক সম্পাদক গোলাম মাসুম জিকো, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমডি শওকত হোসেন, অর্থ সম্পাদক আবুল মনসুর জুয়েল চৌধুরী, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল মামুন, শহিদুল হক ও থাইও প্লাসিড প্রমুখ উপস্থিত ছিলেন।

সিজুওকা রেলস্টেশনসংলগ্ন এলাকায় ক্লাবের সদস্যরা
সিজুওকা রেলস্টেশনসংলগ্ন এলাকায় ক্লাবের সদস্যরা

সাক্ষাৎকালে পি আর প্লাসিড তাঁর সম্পাদিত ‘হিরোশিমা নো খোয়ে’ (হিরোশিমা কথা বলে) বইটি ইয়োশিও মোচিযুকিকে উপহার দেন। বইটি জাপানি ও বাংলা দুই ভাষায় প্রকাশিত।

প্রবীর বিকাশ সরকার জানান, জাপানপ্রবাসী বাংলাদেশি সাংবাদিক-লেখকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের শিক্ষামূলক সফর খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নিয়মিত এ ধরনের সফরের আয়োজন করবে প্রেসক্লাব।