সংগীতসন্ধ্যায় গাইবেন চন্দ্রা চক্রবর্তী

বেনারস ও সেনিয়া ঘরানার ঠুমরি সম্রাজ্ঞী বিদুষী গিরীজা দেবী স্মরণে লন্ডনে সৌধ আয়োজন করেছে ‘এ ট্রিবিউট টু ঠুমরি কুইন গিরিজা দেবী’ শীর্ষক শাস্ত্রীয় সংগীতসন্ধ্যা। এ আয়োজনে শাস্ত্রীয় ও উপশাস্ত্রীয় সংগীতের সম্মোহনী পরিবেশনা নিয়ে আসছেন তাঁরই অন্যতম সংগীত শিষ্যা ও ভারত উপমহাদেশের বাইরে হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শীর্ষ দূত চন্দ্রা চক্রবর্তী। আগামী শনিবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় পূর্ব লন্ডনের রিচমিক্সে এই বিশেষ কনসার্ট অনুষ্ঠিত হবে। এতে ভায়োলিন সংগত করবেন কমলবীর নান্দ্রা, তবলায় গুর্দিয়ান সিং রায়াত ও হারমোনিয়ামে রেকেশ চৌহান। পদ্মবিভূষণ গিরিজা দেবীর প্রথম লোকান্তর-বার্ষিকী উপলক্ষে এই বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে চন্দ্রা চক্রবর্তী তাঁর নেশা ধরানো খেয়াল গানের পাশাপাশি বিদুষী গিরিজা দেবী ও বেনারস ঘরানার বিশেষ শৈলীতে গাওয়া শ্বাসরুদ্ধকর ঠুমরি, কাজরি ও চৈতি পরিবেশন করবেন বলে জানা গেছে। সৌধ পরিচালক টি এম আহমেদ কায়সার জানান, নানা কারণেই এই অনুষ্ঠানটি বিশেষ গুরুত্ববহ। ২০১৮ সালে এটিই আমাদের শেষ অনুষ্ঠান। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনে এমন একটা বিশ্বমাপের পরিবেশনা দিয়েই আমরা এ বছরের অনুষ্ঠানমালার ইতি টানছি।