জার্মানির বিভিন্ন শহরে বিজয় দিবস উদ্যাপন

ড্রেসডেন শহরে প্রবাসীদের বিজয় দিবস উদ্‌যাপন
ড্রেসডেন শহরে প্রবাসীদের বিজয় দিবস উদ্‌যাপন

মহান বিজয় দিবসকে স্মরণ করতে জার্মানপ্রবাসী বাংলাদেশিরা দেশটির বিভিন্ন শহরে নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল রোববার (১৬ ডিসেম্বর) বাঙালি জাতির বিজয়ের দিনটিকে স্মরণ করেছেন। দেশটির বাঙালি অধ্যুষিত শহর বার্লিন, ড্রেসডেন, বন ও ফ্রাঙ্কফুর্টসহ নানা শহরে বিজয় দিবসকে ঘিরে প্রবাসী বাঙালিরা দিনটিকে স্মরণ করেন।

বন শহরের বাংলাদেশ কালচারাল সেন্টারে বিজয় দিবস উদ্‌যাপন
বন শহরের বাংলাদেশ কালচারাল সেন্টারে বিজয় দিবস উদ্‌যাপন

জার্মানির ড্রেসডেন শহরে স্থানীয় বাঙালি কমিউনিটি সাড়ম্বরের সঙ্গে মহান বিজয় দিবস পালন করেছেন। জার্মানির ড্রেসডেনে শহরে বাংলাদেশিদের জন্য এটি ছিল বিশেষ একটি দিন। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই এসেছিল বিজয়। ড্রেসডেন শহরে বসবাসরত বাংলাদেশি একদল তরুণের উদ্যোগে যথাযথ মর্যাদার সঙ্গে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধের অন্যতম গেরিলা অপারেশন ‘অপারেশন সার্চলাইট’–এর ওপর একটি তথ্যবহুল প্রেজেন্টেশন পরিবেশনা করেন সৌরভ সরকার। কবিতা আবৃত্তির মাধ্যমে রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহর মুক্তিযুদ্ধের মর্মান্তিক ইতিহাস স্মৃতিচারণ করেন ড. বিশ্বজিৎ মল্লিক। দেশাত্মবোধক গান পরিবেশন করেন মোবারক হোসেন, দীপিকা দাস ও সানিরুজ্জামান শুভ। শহীদ জননী জাহানারা ইমামের লেখনী থেকে পাঠ করেন সাবিনা শারমিন বিদিশা।

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের অনুষ্ঠান
বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসের অনুষ্ঠান

সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি, মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মাধ্যমে গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতাযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারী সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন যথাক্রমে শাওন মজুমদার ও মোহাম্মদ উজ্জ্বল হোসেন।

বার্লিনে বাংলাদেশ দূতাবাসে বিজয় দিবসকে স্মরণ করতে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ। বন শহরের বাংলাদেশ কালচারাল সেন্টারে আয়োজিত হয় মনোজ্ঞ দেশাত্মবোধ সংগীত অনুষ্ঠান। ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ আওয়ামী লীগের জার্মানি শাখার উদ্যোগে বিজয় দিবস ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানে আয়োজন করা হয়।

ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ আওয়ামী লীগের জার্মানি শাখার উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান
ফ্রাঙ্কফুর্টে বাংলাদেশ আওয়ামী লীগের জার্মানি শাখার উদ্যোগে বিজয় দিবসের অনুষ্ঠান