পার্থে বিজয় দিবস পালন

ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা
ফুটবল ম্যাচে অংশগ্রহণকারী খেলোয়াড়েরা

অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া রাজ্যের রাজধানী পার্থে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। পার্থে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য অস্থায়ী স্মৃতিসৌধে স্থাপন করা হয়। বিজয় দিবসের দিন সকাল থেকেই প্রবাসী বাংলাদেশিরা ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানান।

বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ-অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (বাওয়া)। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দেশাত্মবোধক গান এবং নাচ পরিবেশন করেন পার্থে বসবাসরত বাংলাদেশি শিল্পীরা।

এ ছাড়া, বিজয় দিবস উপলক্ষে একটি ফুটবল ম্যাচেরও আয়োজন করে বাওয়া। গত ২৮ অক্টোবর শুরু হওয়া এই টুর্নামেন্টের শেষ দিন ছিল গত ১৫ ডিসেম্বর।