সিডনিতে বিজয় দিবস উদ্যাপন

ওয়ালিপার্কে বিজয় দিবস বাংলা মেলা
ওয়ালিপার্কে বিজয় দিবস বাংলা মেলা

অস্ট্রেলিয়ার সিডনি জুড়ে গতকাল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবসের। প্রতিটি উৎসব প্রাঙ্গণেই ছিল সিডনি বসবাসরত বাংলাদেশিদের সমাগম। দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বিজয় দিবস পালনের পাশাপাশি মুক্তিযুদ্ধে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করা হয় সিডনিতে।

ওয়ালিপার্কে বিজয় দিবস বাংলা মেলা

বিজয় দিবস উদ্‌যাপনকে ঘিরে সিডনির ওয়ালিপার্কে বাংলা মেলার আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজিত এই বাংলা মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সংবলিত বিভিন্ন পরিবেশনার আয়োজন করা হয়। মেলায় অঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর পাশাপাশি ছিল শিশুদের জন্য বিভিন্ন খেলনা। অন্য দোকানের সমারোহে ছিল বাংলা বইয়ের দোকানও। মেলায় আগতদের ভিড় ছিল বাহারি সব মুখরোচক দেশীয় খাবারের স্টলগুলোতে। মেলায় সব বয়সী বাংলাদেশিদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে উঠে বিজয় মেলা প্রাঙ্গণ।

লাকেম্বায় অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন
লাকেম্বায় অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

লাকেম্বায় অস্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন

বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে সিডনির বাংলাদেশি-অধ্যুষিত এলাকা লাকেম্বায় অস্থায়ী স্মৃতিসৌধ স্থাপন করা হয়। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের আদলে তৈরি এই স্থাপনায় বাংলাদেশের পতাকার মতো লাল সবুজের আবেশ ছিল। গতকাল ১৬ ডিসেম্বর সব বয়সী স্থানীয় বাংলাদেশিরা ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদের শ্রদ্ধা জ্ঞাপন করেন।

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিজয় দিবস
ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিজয় দিবস

ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের বিজয় দিবস

সিডনিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের অংশগ্রহণে মহান বিজয় দিবস উদ্‌যাপন করেছে ক্যাম্বেল টাউন বাংলা স্কুল। গতকাল ১৬ ডিসেম্বর রোববার স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী আয়োজনে বিজয় দিবস উদ্‌যাপনকে ঘিরে শিশু-কিশোরদের বর্ণিল ও চমকপ্রদ পরিবেশনায় ফুটে ওঠে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বাংলাদেশিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নিউ সাউথ ওয়েলস কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস স্কুলস বোর্ড কর্তৃক ইস্যুকৃত সনদপত্র বিতরণ করা হয়। সব শেষে বিদ্যালয়ের নানা দিক নিয়ে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

নীপবন পল্লী ও খামার বাড়ির বিজয় দিবস উদ্‌যাপন
নীপবন পল্লী ও খামার বাড়ির বিজয় দিবস উদ্‌যাপন

নীপবন পল্লী ও খামার বাড়ির বিজয় দিবস উদ্‌যাপন

বিজয় দিবস উপলক্ষে সিডনির নীপবন পল্লী ও খামার বাড়ি যৌথভাবে আয়োজন করে আমাদের প্রাণের বিজয়মেলা ২০১৮। দিনব্যাপী অনুষ্ঠানে নিউ সাউথ ওয়েলস রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন পেশাজীবীরা সপরিবারে একত্রিত হয়ে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয় লাভের ইতিহাস নিয়ে আলোচনা-গল্প-আড্ডায় উৎসবমুখর হয়ে ওঠে এই মিলনমেলা।

এ ছাড়াও সিডনি জুড়ে বিভিন্ন বাংলাদেশি সংগঠন যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদ্‌যাপন করে।