সিডনির অলিম্পিক পার্কে বৈশাখী মেলা ২৩ মার্চ

সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শেখ শামীমুল হক (সর্ব ডানে)
সাংবাদিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন শেখ শামীমুল হক (সর্ব ডানে)

প্রতি বছরের মতো অস্ট্রেলিয়ার সিডনিতে মহাসমারোহে আগামী বছরের ২৩ মার্চ শনিবার উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নববর্ষ ১৪২৬। এ উপলক্ষে আগামী বছরও বাংলাদেশের বাইরে সবচেয়ে বড় বৈশাখী মেলার আসর বসতে চলেছে বিশ্বের অন্যতম ইভেন্ট ভেন্যু সিডনি অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে।

বাংলা বর্ষবরণ উদ্‌যাপন ও মেলার তারিখ ঘোষণা নিয়ে আজ রোববার (২৩ ডিসেম্বর) সিডনির রকডেলের এক রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলনের আয়োজন করে মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শেখ শামীমুল হক জানান, আগামী ২৩ মার্চ শনিবার দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে মেলার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আয়োজকেরা। এ সময় মেলায় বিভিন্ন জিনিসপত্রের মনগড়া দামের বিষয়টি উঠে আসে। এর মধ্যে গত বছর মেলায় ৩ ডলারে এক কাপ চা বিক্রি। মেলায় আগত অনেকে এ ব্যাপারে অভিযোগ করে বলেছিলেন, এই দাম অনেক বেশি। এ অভিযোগসহ আরও কিছু বিষয় সাংবাদিকেরা আয়োজকদের কাছে তুলে ধরেন।

প্রতিবারের মতো এবারও মেলায় বিশেষ আকর্ষণ থাকছে বলে জানায় আয়োজকেরা। সবাইকে আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মেলায় আমন্ত্রণ জানিয়েছে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া।