নিভে গেল একটি নক্ষত্র

সৈয়দ আশরাফুল ইসলাম
সৈয়দ আশরাফুল ইসলাম

ভণিতার দুয়ারে তিনি পা রাখেননি

বরাবর স্পষ্ট, নির্ভীক ছিলেন।
ক্ষমতার লকলক করা লালায়িত জিহ্বাকে সংবরণ করছেন অনায়াসে।
হেঁটেছেন সুন্দর, সত্যের পথে, যে পথের পথিক কম।
স্থির, শান্ত, অবিচল মনে বিচরণ করেছেন ক্ষমতার মগডালে
অথচ লোভ তাঁকে স্পর্শ করেনি।
সততার সমুদ্রে ছিল তাঁর বসবাস।
এমন নক্ষত্রের মৃত্যুতে কাঁদছে সারা দেশ।
শরীরে ধারণ করেছিলেন ক্যানসার নামক কীট
তবুও কর্তব্যের দরজায় কড়া নেড়েছেন বারংবার।
বুকের গভীরে লুকায়িত ছিল দুঃখের নদী
সে নদীতে একাই সাঁতার কেটেছেন নিজেকে সবার কাছ থেকে আড়াল করে।
প্রিয়জনকে হারিয়ে হয়েছিলেন নিঃসঙ্গ। নিঃসঙ্গতা তাঁকে ঘিরে ছিল অক্টোপাসের মতো।
তবুও তিনি অবিচল তাঁর কর্তব্যে,
এমন একজন দেশপ্রেমিক, যোদ্ধার তো এমনি হওয়ার কথা।
প্রভুত্বের তরবারি নিয়ে কখনোই জনসম্মুখে আসেননি,
এসেছিলেন নক্ষত্র হয়ে। সেই নক্ষত্র আজ নিভে গেল।

(উৎসর্গ: সৈয়দ আশরাফুল ইসলামকে)

এম আর ফারজানা: নিউজার্সি, যুক্তরাষ্ট্র।