সিডনিতে বর্ষবরণ উৎসবে ভুল

‘শুভ নববর্ষ ২০১৯’–এর বদলে হারবার ব্রিজের একটি পিলারে ভেসে ওঠে শুভ নববর্ষ ২০১৮
‘শুভ নববর্ষ ২০১৯’–এর বদলে হারবার ব্রিজের একটি পিলারে ভেসে ওঠে শুভ নববর্ষ ২০১৮

নতুন বছরকে বরণ করে নেওয়ার পাশাপাশি পুরোনো বছরকে বিদায় জানাতে কিছুটা সময় লাগে। তাই বলে ‘শুভ নববর্ষ ২০১৯’ লেখার বদলে ২০১৮! তাও আবার যেখানে সেখানে নয়, বিশ্বের অন্যতম নববর্ষ উদ্‌যাপন ভেন্যু অস্ট্রেলিয়ার সিডনিতে। ৩১ ডিসেম্বর বর্ষবরণ আয়োজনের মূল কেন্দ্র হারবার ব্রিজের একটি পিলারে ভেসে ওঠা এমনই ভুল ধরা পড়ে। রাত বারোটা বাজতেই হারবার ব্রিজে যখন চোখ ধাঁধানো আতশবাজিতে নতুন বছরের শুভেচ্ছা জানানো হয় তখন ব্রিজের একটি পিলারে ভেসে ওঠে শুভ নববর্ষ ২০১৮। আয়োজকদের এমন ভুলকে অনেকেই হাসির খোরাক হিসেবেই নিয়েছেন। অনেকেই ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে লেখেন, ‘ওহ, আবারও ২০১৮!’

প্রায় সাড়ে তিন শ কোটি টাকা ব্যয়ে ৯ টন আতশবাজি আর এক লাখ আলাদা আলোকসজ্জার আয়োজনে নতুন বছরকে বরণ করে নেয় অস্ট্রেলিয়া। সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে আয়োজিত এই বর্ষবরণ উদ্‌যাপন পৃথিবীর সেরা উদ্‌যাপনগুলোর মধ্যে একটি। সকলের জন্য উন্মুক্ত দেশটির সবচেয়ে বড় আয়োজনের মধ্যেও এটি অন্যতম। কয়েক মাস ধরে চলে এই আয়োজনের প্রস্তুতি। ৩১ ডিসেম্বর কয়েক লাখ দর্শক জমায়েত হন এই আয়োজনে। আর গোটা বিশ্বের কোটি কোটি মানুষ অনলাইনে চোখ রাখেন আয়োজনটির ওপর। আয়োজনটিকে কেন্দ্র করে গত বছর প্রায় ১৩৩ মিলিয়ন ডলার আয় হয়েছিল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের।