সিডনিতে নতুন আরেকটি বাংলা রেডিও

রেডিও গান বাক্সের প্রথম সরাসরি সম্প্রচারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম ও মহুয়া হক
রেডিও গান বাক্সের প্রথম সরাসরি সম্প্রচারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নজরুল ইসলাম ও মহুয়া হক

অস্ট্রেলিয়ার সিডনিতে বাংলা ভাষাভাষীদের জন্য আরেকটি কমিউনিটিভিত্তিক বাংলা রেডিও চালু করা হয়েছে। রেডিও গান বাক্স নামের এই রেডিওর আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় গত রোববার (৬ জানুয়ারি) স্থানীয় সময় বিকেল ৫টায়। প্রতি রোববার এফএম ৯০.৫–এ বেলা ৫ থেকে ৭টা পর্যন্ত রেডিও গান বাক্সের অনুষ্ঠান সম্প্রচারিত হবে। অনুষ্ঠানে বাংলাদেশিদের নানান আয়োজন ও খবর প্রচার করা হবে।

রেডিও গান বাক্সের প্রথম সরাসরি সম্প্রচারে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের অভিবাসনের শুরুর দিককার অভিবাসী নজরুল ইসলাম ও অস্ট্রেলিয়া রেডিওর বাংলা শাখায় দীর্ঘ সময় কাজের অভিজ্ঞ মহুয়া হক। দীর্ঘ প্রবাস জীবনের নানা অভিজ্ঞতার কথা জানান প্রবীণ এই দুই বাংলাদেশি। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরজে শুভ ও পিয়া। গান বাক্সের আগামী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিরা।

রেডিওটির অন্যতম উদ্যোক্তা সৌর পাণ্ডে বলেন, বাংলা ভাষা আর সংস্কৃতি ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস। তিনি আরও বলেন, অনলাইনে ২৪ ঘণ্টাই শোনা যাবে এই রেডিওর অনুষ্ঠান।