ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও মিলনমেলা

পরিবার-পরিজন নিয়ে আড্ডা আর ধুম খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা
পরিবার-পরিজন নিয়ে আড্ডা আর ধুম খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে হয়ে গেল চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও বার্ষিক মিলনমেলা। পরিবার-পরিজন নিয়ে আড্ডা আর ধুম খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে জমজমাট সাংস্কৃতিক পরিবেশনা। গত রোববার (৬ জানুয়ারি) ম্যানচেস্টার শহরের ইকবাল ব্যাঙ্কুয়েটিং সুইট মিলনায়তনে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ আয়োজন।

এর আয়োজক স্থানীয় গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি (জিএমসিএস)। এটি ছিল সংগঠনটির আয়োজনে ২৩তম বার্ষিক মিলনমেলা ও মেজবানির দ্বিতীয় আয়োজন। ম্যানচেস্টারে বসবাসরত চট্টগ্রামবাসীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটি নেতারা এতে অংশ নেন।

কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্বীকৃতি সনদ ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্টজনেরা
কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্বীকৃতি সনদ ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্টজনেরা

সাধারণ চট্টগ্রামের মেজবানি মানে মোটা ভাত, গরুর মাংস আর কলাই ডালের ভোজ উৎসব। তবে বিদেশ বিভুঁইয়ে মেজবানির আয়োজন হলো প্রবাসের কর্মব্যস্ত জীবনে পারস্পরিক যোগাযোগ এবং নিজস্ব ঐতিহ্য চর্চার এক মহা উপলক্ষ। তাই প্রবাসে মেজবানির ঐতিহ্যের সঙ্গে যোগ হয়েছে আরও নানা অনুষঙ্গ।

ম্যানচেস্টারের মেজবানি ও বার্ষিক মিলনমেলায় পরিবার-পরিজন নিয়ে চট্টগ্রামবাসী দলে দলে যোগ দেন। চট্টগ্রামবাসীর ম্যানচেস্টারে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যারা জিসিএই ও এ লেভেল পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয় এবারের আয়োজনে। কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্বীকৃতি সনদ ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্টজনেরা। গৌরী ঘোষের কোরিওগ্রাফিতে ওল্ডহামের নটরাজ ড্যান্স একাডেমির বাঙালি শিশু-কিশোরেরা নৃত্য পরিবেশন করে। চট্টগ্রামের আঞ্চলিক গানে মাতিয়ে রাখেন লন্ডনের শিল্পী লাবনী বড়ুয়া। সবশেষে ছিল র‍্যাফেল ড্র।

কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্বীকৃতি সনদ ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্টজনেরা
কৃতি শিক্ষার্থীদের হাতে সাফল্যের স্বীকৃতি সনদ ও ক্রেস্ট তুলে দেন বিশিষ্টজনেরা

সংগঠনের প্রচার সম্পাদক এস এম ফয়সাল কবির নিক্সন প্রথম আলোকে বলেন, প্রবাসে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে উদ্‌যাপন করতেই এ আয়োজন। এর মাধ্যমে যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সুযোগ ঘটে। তা ছাড়া, সকলে মিলে–মিশে আড্ডা দিয়ে কাটানোর জন্য এ আয়োজন একটি চমৎকার উপলক্ষ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল চৌধুরী, সহসভাপতি মুফিজুর রহিম ও সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ। স্বাগত বক্তব্যে জিএমসিএসের চেয়ারম্যান নাসিরুল আলম সকলকে দল–মত–ধর্ম–বর্ণ সবকিছুর ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন
অনুষ্ঠানে অনেকে বক্তব্য রাখেন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ম্যানচেস্টারে বাংলাদেশের সহকারী হাইকমিশনার আবু নাসের মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জিএমবিএ চেয়ারম্যান আবু নাসের ওহাব, কাউন্সিলর লুতফুর রহমান, জিসিএর চেয়ারম্যান ও বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ মনোয়ার হোসেন, জিসিএর সাধারণ সম্পাদক কাউন্সিলর সৈয়দ ফিরোজ গণি ও স্থানীয় শাহজালাল মসজিদের চেয়ারম্যান আশিক মিয়া প্রমুখ।