অস্ট্রেলিয়ার প্রথম চালকবিহীন ট্রেন চালু

চালকবিহীন ট্রেন। সংগৃহীত
চালকবিহীন ট্রেন। সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনিতে পরীক্ষামূলক যাত্রা শেষ করেছে দেশটির প্রথম চালকবিহীন ট্রেন। গতকাল সোমবার (১৪ জানুয়ারি) ট্রেনটির পরীক্ষামূলক যাত্রা উদ্বোধন করেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রিমিয়ার (মুখ্যমন্ত্রী) গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান।

চালকবিহীন এই বিশেষ ট্রেনটি সিডনির উত্তর-পশ্চিমকে চ্যাটসউডের সঙ্গে যুক্ত করবে। ৩৬ কিলোমিটার দীর্ঘ এই রেললাইন ও চালকবিহীন ট্রেনের জন্য প্রায় ৮ বিলিয়ন অস্ট্রেলীয় ডলারেরও বেশি খরচ করছে সরকার। গোটা রেলপথে ১৩টি স্টেশন থাকবে। নতুন রেললাইনে প্রতি দুই মিনিট পর পর ট্রেন যাওয়ার ক্ষমতা রয়েছে। তবে প্রতি চার মিনিট অন্তর অন্তর চালকবিহীন এই ট্রেনগুলো দ্রুতগতিতে গন্তব্যে ছুটে যাবে আশা করা হচ্ছে।

পরীক্ষামূলক যাত্রা উদ্বোধনের পর ট্রেনের বগিগুলো দেখেন গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। ছবি: সংগৃহীত
পরীক্ষামূলক যাত্রা উদ্বোধনের পর ট্রেনের বগিগুলো দেখেন গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান এ নিয়ে বলেন, ‘বিশেষ করে ব্যস্ত সিডনির যানজট কমাতে ও কর্মব্যস্ত মানুষের সময় বাঁচাতে ভূমিকা রাখবে নতুন মাত্রার এই ট্রেন।’ জানা গেছে, অস্ট্রেলিয়ার জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা থেকে চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর আগামী এপ্রিল অথবা মে মাস নাগাদ চালকবিহীন এই নতুন ট্রেনের সেবা শুরু করার কথা রয়েছে।