অস্ট্রেলিয়া আর অভিবাসী চায় না

প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি ইতিমধ্যে অভিবাসন কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি ইতিমধ্যে অভিবাসন কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া আর অভিবাসী নিতে চায় না। বেশি অভিবাসীর কারণে দেশটির জনগণের মধ্যে হতাশা কাজ করছে। অস্ট্রেলিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে ১০ জন অস্ট্রেলিয়ানদের মধ্যে সাতজনই দেশটিতে আর অভিবাসী না নেওয়ার পক্ষে মত দিয়েছেন।

নেতিবাচক এই মনোভাবের প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়, দেশটির শহরগুলোতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ এবং বাড়িঘরের দাম ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অভিবাসীদের জন্যই জনসংখ্যার চাপ ও বাড়িঘরের দাম বাড়ছে। তথ্য-উপাত্তে এই তথ্য উঠে এসেছে।

অস্ট্রেলিয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিপ নির্ভরযোগ্য জরিপ হিসেবে গণ্য করা হয়।

এ বছরের মাঝামাঝিতে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জনসাধারণের অভিবাসন বিষয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি বর্তমান স্কট মরিসন সরকার ও বিরোধী দলের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।