শিক্ষার্থীদের সৃজনশীল চর্চায় মিলবে ১০০ ডলার

শিশুদের সৃজনশীল সংস্কৃতিচর্চায় ১০০ অস্ট্রেলীয় ডলার অনুদান দেবে এনএসডব্লিউ রাজ্য সরকার
শিশুদের সৃজনশীল সংস্কৃতিচর্চায় ১০০ অস্ট্রেলীয় ডলার অনুদান দেবে এনএসডব্লিউ রাজ্য সরকার

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের শিক্ষার্থীদের সৃজনশীল সংস্কৃতিচর্চার জন্য ১০০ অস্ট্রেলীয় ডলার অনুদান দেবে রাজ্য সরকার। রাজ্যের স্কুলগামী সাড়ে ৪ বছর বয়সী থেকে ১৮ বছরের প্রত্যেক শিক্ষার্থীকে ১০০ ডলার সমমানের ভাউচার দেওয়া হবে। ক্রীড়াঙ্গনের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনেও শিশুদের সক্রিয়তার জন্য গত বছরের মতো এবারও এ ভাউচার দেবে রাজ্য সরকার। ভাউচারটি সংগীত, নাটক, শিল্প ইত্যাদি ক্লাসগুলোর ফি বা সদস্যপদ গ্রহণে ব্যবহার করা যাবে। ভাউচারটি গ্রহণ করে বছরের যেকোনো সময়ই নিবন্ধিত সেবাপ্রদানকারীর কাছে ব্যবহার করা যাবে।

১০০ ডলারের এই ভাউচারটি পেতে শিশুদের অভিভাবকদের মাইসার্ভিসএনএসডব্লিউ অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে শিক্ষার্থীর তথ্যাদি ও মেডিকেয়ার কার্ডের তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানার লিংক: <service.nsw.gov.au/transaction/apply-active-kids-voucher>