অস্ট্রেলিয়ার বহু সংস্কৃতির উৎসবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বহু সংস্কৃতি উৎসবে অংশ নেবে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বহু সংস্কৃতি উৎসবে অংশ নেবে বাংলাদেশ

অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এ বছরও হতে যাচ্ছে রাজ্য সরকার কর্তৃক আয়োজিত জাতীয় বহু সংস্কৃতির উৎসব। এবারের আয়োজনে থাকছে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ। অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশি কমিউনিটির যৌথ উদ্যোগে উৎসবে অংশগ্রহণ করছে বাংলাদেশ। ঐতিহ্যবাহী দেশি সংস্কৃতির নানা আয়োজন নিয়ে উৎসবে অংশগ্রহণ করবেন প্রবাসী বাংলাদেশিরা।

মূল উৎসবের দ্বিতীয় দিন ১৬ ফেব্রুয়ারি তিনটি বিভাগে চলবে বাংলাদেশের সাংস্কৃতিক প্রদর্শনী। দেশীয় নানান বৈচিত্র্যের দেখা মিলবে উৎসবে বাংলাদেশের স্টল নম্বর এফ ৪ ও এফ ৫-এ। দুপুর ১২টায় চালু হয়ে স্টল খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। অন্যদিকে উৎসবের ৬ নম্বর স্টেজে বাংলাদেশি সংগীত, নৃত্য, কবিতা আবৃত্তিসহ আরও কলার প্রদর্শনী চলবে বিকেল ৪টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা পর্যন্ত। এ ছাড়া উৎসবের অন্যতম অংশ সাংস্কৃতিক প্যারেডে যোগ দেওয়ার সুযোগ থাকছে বিকেল ৪টায়।

প্রতিবছর ফেব্রুয়ারি মাসে ক্যানবেরায় আয়োজিত জাতীয় বহু সংস্কৃতি উৎসব অস্ট্রেলিয়ার অন্যতম বড় উৎসব। এই উৎসবে বহুজাতিক সংস্কৃতির দেখা মেলে। তিন দিনব্যাপী এই উৎসব ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবে প্রায় ২ লাখ বিভিন্ন জাতির মানুষের আগমন ঘটে। উৎসবের সঙ্গে থাকে প্রায় ৩৫০টি কমিউনিটিভিত্তিক দলের সক্রিয় অংশগ্রহণ। এ ছাড়া প্রায় ৭০টি কূটনৈতিক মিশন জড়িত থাকে এই উৎসবে। প্রায় ৩০০টি স্টলে পাওয়া যায় বিশ্বের প্রায় সব দেশের খাবার। সেই সঙ্গে ৬টি স্টেজে একের পর এক দেখা মেলে বিশ্বের বিভিন্ন সংস্কৃতির মিলনমেলা। মেলায় সপরিবার আসার আমন্ত্রণ জানিয়েছে ক্যানবেরার বাংলাদেশ হাইকমিশন।