ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল নয়াদিল্লির বাংলাদেশ মিশন

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ২১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: সংগৃহীত
ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। ২১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: সংগৃহীত

ভারতের নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশন ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা সমুন্নত রাখার প্রতিজ্ঞা করা হয়।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ দিন হাইকমিশন প্রাঙ্গণে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ও হাইকমিশনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা।

আজকের অনুষ্ঠানে ২১শে ফেব্রুয়ারি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পড়ে শোনানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের জন্য এ দিন বিশেষ মোনাজাত করা হয়।

নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে আজকের অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। ২১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: সংগৃহীত
নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনে আজকের অনুষ্ঠানে ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। ২১ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: সংগৃহীত

বুধবার রাতে ঢাকার চকবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে আজ সকালে এক মিনিটের নীরবতা পালন করা হয়। পরে নৃতাত্ত্বিক গোষ্ঠীর মানুষদের ক্ষেত্রে মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্ব নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এটি সঞ্চালনা করেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার। এর পর ভাষা আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট ও বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।