সিডনিতে বাংলায় বৈশাখী মেলার বিলবোর্ড

বিলবোর্ড
বিলবোর্ড

প্রতি বছরের মতো এ বছরও অস্ট্রেলিয়ার সিডনিতে হতে যাচ্ছে বৈশাখী মেলা। এ উপলক্ষে গতকাল সিডনির প্রধান সড়কে বাংলা ও ইংরেজিতে নিমন্ত্রণ জানিয়ে স্থাপন করা হয়েছে বিলবোর্ড। ভিনদেশে বড় বিলবোর্ডে নিয়ন আলোর একেকটা বাংলা অক্ষর বাঙালির অহংকার।

এ মেলায় উপস্থিত থাকেন প্রায় ২৫ হাজার মানুষ। আয়োজকেরা জানিয়ে আসছেন বাংলাদেশের বাইরে আয়োজিত এটিই সবচেয়ে বড় বৈশাখী মেলা। বাংলা নববর্ষের এ আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরেই। আগামী ১৪ এপ্রিল শনিবার বৈশাখী মেলা বসতে যাচ্ছে অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে।
গতবারের মতো এবারেও বৈশাখী মেলায় আগতরা অনলাইন টিকিট বিক্রেতা টিকিটেকের মাধ্যমে অনলাইনে অগ্রিম টিকিট কিনতে পারবেন। এ ছাড়া মেলার দিনে এএনজেড স্টেডিয়ামের কাউন্টার থেকে সহজেই টিকিট কেনার সুবিধা রয়েছে। মেলার দিন নির্ধারিত কমদামে গাড়ি পার্কিং করার সুবিধা এবং পার্কিং থেকে শিশু ও বয়স্কদের ভেন্যুতে যাওয়ার জন্য ফ্রি শাটল বাসের ব্যবস্থাও থাকবে। এ ছাড়া, লিডকম জংশন রেলস্টেশন থেকে প্রতি দশ মিনিট অন্তর অন্তর অলিম্পিক পার্কের উদ্দেশে ট্রেন ছেড়ে যাবে।

কাউসার খান: সিডনি, অস্ট্রেলিয়া।