ভাষার বিবর্তন নিয়ে সিঙ্গাপুরে স্মারক অনুষ্ঠান

একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা
একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা
একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা
একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা

অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে বাংলা ভাষার ক্রমবিবর্তন নিয়ে একুশে স্মারক অনুষ্ঠান। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ও লিটারেসি সোসাইটি সিঙ্গাপুর গত রোববার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় এক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে। চর্যাপদ থেকে শুরু করে অদ্যাবধি বাংলা ভাষা ও সাহিত্যের সমৃদ্ধকরণে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সৃষ্ট গান-কবিতা-গদ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানো হয়। পরিবেশনায় ছিলেন প্রবাসী বাঙালি শিল্পীরা।

একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা
একুশে স্মারক অনুষ্ঠানের একটি পরিবেশনা

অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি তাঁর প্রারম্ভিক বক্তৃতায় বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে সর্বস্তরে বাংলা ব্যবহারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। তিনি প্রবাসী বাংলাদেশিদের পরবর্তী প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ব্যবহার ও চর্চার ব্যাপারে উদ্যোগী ও যত্নশীল হওয়ার আহ্বান জানান। হাইকমিশনার সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত দুটি বাংলা স্কুল কর্তৃক বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতিচর্চায় অবদান রাখায় তাদের প্রশংসা করেন।

বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান
বক্তব্য দিচ্ছেন মো. মোস্তাফিজুর রহমান

কয়েক শ প্রবাসী বাংলাদেশি সপরিবারে অনুষ্ঠানটি উপভোগ করেন।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

বিজ্ঞপ্তি