নারী দিবসের ভাবনা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

যার জঠরে আমার ভ্রূণের সৃষ্টি, 

তিনি আমার প্রিয় জননী ছিলেন
যাঁকে ছাড়া আমার এ সুন্দর ভুবন দেখা হতো না
যিনি আমাকে জন্ম দেওয়া থেকে শুরু করে
মৃত্যু মুহূর্ত পর্যন্ত আমার জীবনের খবর রেখেছেন,
দিয়েছেন সর্বোত্তম নিরাপত্তা আর জীবনবোধ,
তিনি ছিলেন একজন নারী!
যাদের সান্নিধ্যে আমার অনেকটা কাল কেটেছে,
আর এখনো যাদের পরশ জীবনকে অর্থবহ করে তোলে
যারা ভাইদের খবর নিতে ব্যাকুল থাকে আর
কেবল শুনতে ও জানতে চায় ‘ভালো আছি’
তারা আমার বোন এবং
তারাও নারী!
যার ভালোবাসায় প্রতিটি ক্ষণ সিক্ত হই
যে জীবনে না আসলে জীবনকে জীবন মনে হতো না
ভালোবাসা কী জিনিস হয়তোবা অজানাই থেকে যেত,
তিনি আমার স্ত্রী এবং অবশ্যই একজন পরিপূর্ণ নারী!
যাদের বাবা ডাকে পিতৃপরিচয় গর্বে ভরে ওঠে
তাদের একজন আমার কন্যা আমার আদরের দুলালি
আমার প্রাণের স্পন্দন এবং
অবশ্যই নারী!
আসুন এতসব প্রাপ্তির মূল্যায়ন করি
যথাযথ সম্মান দিই নারীদের, যা তাদের প্রাপ্য।
বিশ্ব নারী দিবস সফল হোক
জয় হোক নারীত্বের!

জামিলুর রহমান চৌধুরী: কিগালি, রুয়ান্ডা।