বাংলাদেশের সাফল্যগাথা উপস্থাপন

সেমিনারে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম
সেমিনারে বক্তব্য দিচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম

নারীর ক্ষমতায়ন একটি দেশের সামাজিক অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়নের বলিষ্ঠ নিয়ামক। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে ‘নারীর ক্ষমতায়ন ও গণতন্ত্র’ শীর্ষক এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম এ কথা বলেন। গত বৃহস্পতিবার (৭ মার্চ) দেশটির বেসরকারি সংস্থা কাদেম দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে অংশগ্রহণকারীরা
সেমিনারে অংশগ্রহণকারীরা

সেমিনারে প্রধান অতিথি ছিলেন দেশটির পরিবার, শ্রম ও সমাজসেবাবিষয়ক মন্ত্রী মিস জেহরা জুমরুট। বিশেষ অতিথি হিসেবে আরও ছিলেন কাদেমের ভাইস প্রেসিডেন্ট ও দেশটির বর্তমান রাষ্ট্রপতির কন্যা সুমেইয়ে এরদোগান। সভাপতিত্ব করেন কাদেম প্রেসিডেন্ট ড. সালিহা ওকুর গুমরুচুওলু।

সেমিনারে অংশগ্রহণকারীরা
সেমিনারে অংশগ্রহণকারীরা

মোহাম্মদ মনিরুল ইসলাম তাঁর বক্তব্যে বাংলাদেশের নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোকপাত এবং এ ক্ষেত্রে বর্তমান সরকারের উদ্যোগ, নীতি ও কর্মসূচিসমূহ তুলে ধরেন। নারী শিক্ষা প্রসারে ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের পদক্ষেপ ও প্রণোদনাসমূহের বর্ণনা করে তিনি বলেন, এসব উদ্যোগ শুধু নারীর আর্থসামাজিক মর্যাদাই বৃদ্ধি করেনি, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও কার্যকর ভূমিকা রেখে চলেছে। রাজনীতি, প্রশাসন, বিচার বিভাগসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের নারীরা আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে বিশ্ব শান্তি রক্ষায় অবদান রেখে চলেছে। আঞ্চলিক দেশসমূহের মধ্যে এক তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি অবহিত করেন, নারীর ক্ষমতায়নের বিভিন্ন সূচকে প্রতিবেশী দেশগুলোর চেয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে।

জেহরা জুমরুট, সুমেইয়ে এরদোগান, সালিহা ওকুর গুমরুচুওলু প্রমুখের সঙ্গে মোহাম্মদ মনিরুল ইসলাম (সর্ববামে)
জেহরা জুমরুট, সুমেইয়ে এরদোগান, সালিহা ওকুর গুমরুচুওলু প্রমুখের সঙ্গে মোহাম্মদ মনিরুল ইসলাম (সর্ববামে)

তিনি এ প্রসঙ্গে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বিদ্যমান সহযোগিতাকে আরও গভীর ও প্রসারিত করার লক্ষ্যে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দেন। তিনি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিনিধিদল বিশেষ করে সম্মানিত নারী সংসদ সদস্যদের মধ্যে সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। বিজ্ঞপ্তি