সকালবেলার ডায়েরি

স্রোত বইছে হঠাৎ সকালবেলা
নরম আবেগ করছে কেমন খেলা,
পুরোনো বিকেলের আজন্ম স্মৃতি
শিরা-উপশিরায় নড়ছে হেলেদুলে।

ছেলেবেলার সুখ-দুঃখ কথা
নানা রং ভাসছে চোখে চোখে,
ঢলে ঢলে দুলছে আমার মন
গ্রাম আমায় দিচ্ছে দারুণ তাড়া।

বর্ষা আসত ভরা জল নিয়ে
সাঁতার কাটতাম সঙ্গী-সাথি মিলে,
নিয়ন বাতির শহর দেখার আগে
দিন কাটত পথে প্রান্তর ঘাটে।

বদলে গেছি সেই আমি কবে
গ্রাম ছেড়েছি শহর দেখব বলে,
কেটে গেছে অনেক বেলা হেলায়
ভাবছি বসে নতুন দেশে এসে।

লেখক
লেখক

সাত সমুদ্র তেরো নদীর পাড়ে
সকাল সকাল রোদের হাসির ছলে,
মা মাটির পরশ পাচ্ছি কোলে
আকাশজুড়ে খুঁজি বাংলা মা।

নতুন শহর নতুন মায়ার জালে
নতুন মানুষ নতুন সঙ্গী পালে,
ভাবছি তারে কেমনে নিব সামলে
হঠাৎ পাওয়া ভিন্ন স্বাদটারে।
...

ড. মো. ফজলুল করিম: পোস্টডক স্কলার, পিটসবার্গ বিশ্ববিদ্যালয়, পেনসিলভানিয়া, যুক্তরাষ্ট্র।