অস্ট্রেলিয়ার কর্মভিসায় নতুন পেশা তালিকা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

অস্ট্রেলিয়ায় জনপ্রিয় কর্মভিসাগুলোর দক্ষ পেশা তালিকায় রদবদল এসেছে। দেশটিতে যেসব পেশায় দক্ষ কর্মীর অভাব রয়েছে, সে পেশাগুলোর তালিকা এটি। বিভিন্ন কর্মভিসায় দেশটিতে আসতে হলে এ তালিকার কোনো একটিতে আবেদন করা আবশ্যক। নতুন তালিকায় যুক্ত করা হয়েছে অনেক পেশা। বাতিলও হয়েছে আগের বেশ কয়েকটি পেশা। এ ছাড়া কয়েকটি পেশার ক্ষেত্রে থাকা আবশ্যিক শর্তেও এসেছে পরিবর্তন। তবে ইতিমধ্যে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে এমন ভিসাপ্রক্রিয়ায় নতুন পরিবর্তন কোনো প্রভাব ফেলবে না। ১১ মার্চ দেশটির অভিবাসন বিভাগ নতুন পেশা তালিকা কার্যকর করেছে।

অস্ট্রেলিয়ার সবচেয়ে জনপ্রিয় কর্মভিসা সাবক্লাস ৪৮২–এর পেশা তালিকায় রয়েছে মোট ৫০৮টি পেশা। নতুন তালিকায় নৃত্যশিল্পী, সংগীত পরিচালক, ফুটবলারসহ ছয়টি পেশাকে স্বল্পমেয়াদি থেকে দীর্ঘমেয়াদি ভিসার তালিকায় উন্নীত করা হয়েছে। একই ভিসার স্বল্পমেয়াদি পেশা তালিকায় যুক্ত হয়েছে টেক্সটাইল, পোশাক, ঘড়ি, পাদুকা মেকানিকসহ পাঁচটি পেশা। এ ছাড়া অন্য কর্মভিসা যেমন সাবক্লাস ১৮৬, ১৮৭, ১৮৯, ১৯০, ৪০৭, ৪৮৫ ও ৪৮৯–এর পেশা তালিকায়ও পরিবর্তনের প্রভাব পড়বে। নতুন পেশা তালিকায় শিল্প, ক্রীড়া ও পরিবেশ–সম্পর্কিত পেশাদারদের গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাধান্য পেয়েছে কারিগরি ও কৃষি পেশাও। পরিবর্তিত নতুন পেশা তালিকার বিস্তারিত পাওয়া যাবে অস্ট্রেলিয়ার অভিবাসন বিভাগের ওয়েবসাইটে।

লিংক: <immi.homeaffairs.gov.au/visas/working-in-australia/skill-occupation-list>
...

কাউসার খান: অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবী।
ই–মেইল: <[email protected]>