শিশুরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশের আজকের প্রতিটি শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরাই একদিন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করবে। তাই প্রতিটি শিশু যেন বঙ্গবন্ধু সম্পর্কে যথাযথভাবে জানতে পারে, সে বিষয়ে অভিভাবকদের যত্নবান হতে হবে।

রাশিয়ায় রাজধানী মস্কোতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস এম সাইফুল হক এ কথা বলেন।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

রাশিয়ার বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ পালন করেছে। দিবসটি উপলক্ষে মস্কোয় দূতাবাসে বিশেষ সেমিনার, আলোচনা সভা, দোয়া মাহফিল, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে কেক কাটা হয়
অনুষ্ঠানে কেক কাটা হয়

দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে দিবসটি উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধুর কীর্তিময় জীবন ও বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানের ওপর আলোকপাত করা হয়। রাষ্ট্রদূত এস এম সাইফুল হক, দূতাবাসের কর্মকর্তা, বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার নেতা ও প্রবাসী বাংলাদেশিরা আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনার আগে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে বাংলাদেশ দূতাবাস ও বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল আলোচনা উপস্থাপন করেন বঙ্গবন্ধু পরিষদ রাশিয়ার প্রাক্তন সভাপতি শাহরিয়াজ মিতু।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা
চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শেষ পর্বে শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়। রাষ্ট্রদূত ও তাঁর সহধর্মিণী ডা. গোপা চক্রবর্তী শিশু-কিশোরদের হাতে সনদ ও পুরস্কার তুলে দেন।

পুরস্কার ও সনদ হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা
পুরস্কার ও সনদ হাতে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুরা

অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, রাশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি ছাত্রছাত্রী ও রাশিয়ার নাগরিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাইকে আপ্যায়ন করা হয়।

উপস্থিতির একাংশ
উপস্থিতির একাংশ

আলোচনা সভা, সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন দূতাবাসের কাউন্সেলর ও দূতালয়প্রধান আন্দ্রিয় দ্রং। বিজ্ঞপ্তি

বক্তব্য দিচ্ছেন এস এম সাইফুল হক
বক্তব্য দিচ্ছেন এস এম সাইফুল হক