অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় বৈশাখী মেলা ২৩ মার্চ

বৈশাখী মেলার প্রচারপত্র
বৈশাখী মেলার প্রচারপত্র

বছর ঘুরে ষড়্ঋতুর বার্তা হাতে বাঙালির দরজায় হাজির বাংলা নতুন বছর ১৪২৬। আর বৈশাখী মেলা ছাড়া যেন ষোলো আনা বাঙালিয়ানায় বৃথা। বাঙালির হাজার বছরের এই ঐতিহ্য সামনে রেখে এবারও বাংলাদেশের বাইরে বাংলা নববর্ষ উদ্‌যাপনে সবচেয়ে বড় বৈশাখী মেলার আয়োজন হতে চলেছে অস্ট্রেলিয়ার সিডনিতে। ২৩ মার্চ শনিবার বিশ্বের অন্যতম ইভেন্ট ভেন্যু সিডনি অলিম্পিক পার্কের এএনজেড অলিম্পিক স্টেডিয়ামে দিনব্যাপী নানা আয়োজনের আসর বসবে মেলায়। এবারের মেলায় আমন্ত্রিত অতিথি হয়ে আসছেন দুই বাংলার দুই জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীর ও আকাশ সেন। এ ছাড়া চমকপ্রদ সব নানান পরিবেশনার আয়োজন তো থাকছেই। মেলায় পরিবার নিয়ে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে মেলার আয়োজক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়া।

১৫ মার্চ বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার সভাপতি শেখ শামীমুল হকের বাড়িতে যান নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) রাজ্যের বহু সাংস্কৃতিক মন্ত্রী রে উইলিয়ামস এবং সাংসদ মার্ক কোরি। পরে দীর্ঘ বছর ধরে জাতিগত ঐতিহ্য রক্ষায় সংগঠনটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার বছর মেয়াদি ১ লাখ ডলারের অনুদানের কথা জানান মন্ত্রী।