আজকের শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ

বার্লিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বার্লিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

বাংলাদেশের মতো জার্মানিতেও আনন্দঘন পরিবেশ ও যথাযথ মর্যাদায় মধ্য দিয়ে পালন করা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দেশটির বাংলাদেশ দূতাবাস রাজধানী বার্লিনে ১৭ মার্চ রোববার এ উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছাড়াও ছিল আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জন্মদিনের কেক কাটা এবং দেশ ও সবার জন্য দোয়া কামনাসহ নানা কর্মসূচি।

বার্লিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ
বার্লিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ

আলোচনা সভায় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ছাড়াও আরও কয়েকজন সংক্ষিপ্ত বক্তব্য দেন। তাঁরা বলেন, ‘আজকের শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যৎ। তাই প্রত্যেক বাবা-মায়ের উচিত সন্তানকে মুক্তিযুদ্ধের চেতনায় ধর্মবর্ণের ঊর্ধ্বে উঠে অসাম্প্রদায়িক সংস্কৃতিকে বুকে লালন করে জাতির জনকের আদর্শে সুশিক্ষিত করে তোলা। আর এই শিশুদের মাঝেই আমরা পাব দেশের ভবিষ্যৎ নেতা।’

বার্লিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আঁকা ছবি হাতে শিশুরা
বার্লিনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে আঁকা ছবি হাতে শিশুরা

এর আগে রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এ ছাড়া আওয়ামী লীগের জার্মান, বার্লিন শাখার নেতা-কর্মীসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়