তুরস্কে বাংলাদেশ দূতাবাসের বসন্ত উৎসব

বসন্ত উৎসবে অংশগ্রহণকারীরা
বসন্ত উৎসবে অংশগ্রহণকারীরা

বর্ণিল বসন্তের আগমনী উপলক্ষে তুরস্কের রাজধানী আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক সাংস্কৃতিক অনুষ্ঠান। গত মঙ্গলবার (১৯ মার্চ) এ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে আঙ্কারার ৫৫টি দূতাবাস ও তুর্কি সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আঙ্কারার দূতাবাসসমূহের সংগঠন (এসএইচওএম) ও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পাউস অ্যাসোসিয়েশন এই উৎসব আয়োজনে সহযোগিতা করে। মোট ২৯টি দেশের রকমারি খাবারের উপস্থিতি অনুষ্ঠানটিকে বিশেষ মাত্রায় অভিষিক্ত করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী হুলিয়া চাভাসওলু।

বসন্ত উৎসবে অংশগ্রহণকারীরা
বসন্ত উৎসবে অংশগ্রহণকারীরা

আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি খাবারের পরিবেশনার পাশাপাশি বাংলাদেশি শিল্পীদের নৃত্যানুষ্ঠান ও প্রামাণ্যচিত্র দর্শকদের বিমোহিত করে। অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দীকী বাংলাদেশের ওপর একটি অডিও ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে দেশের ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য ও নিসর্গের বিবরণ প্রদান করেন। রাষ্ট্রদূতের স্ত্রী রাসনা ফারুক সিদ্দিকী অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন।

আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি খাবার
আয়োজনে বাংলাদেশের ঐতিহ্যবাহী রকমারি খাবার

স্থানীয় গণমাধ্যমে এ উৎসবের বিষয়ে বিশেষ আগ্রহ দেখায় ও খবর প্রচার করে। এ অনুষ্ঠানের মাধ্যমে দূতাবাস বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি এবং বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিদ্যমান ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরতে সক্ষম হয়। বিজ্ঞপ্তি

উৎসবে বাংলাদেশি শিল্পীদের নৃত্যানুষ্ঠান
উৎসবে বাংলাদেশি শিল্পীদের নৃত্যানুষ্ঠান