স্বাধীনতার চেতনা

হে মহান স্বাধীনতা দিবস

তোমার জন্মদিনে প্রাণঢালা শুভেচ্ছা
সেই সঙ্গে জানতে বড়ই ইচ্ছা করছে
স্বাধীনতার পর এতগুলো বছর পাড়ি দিতে
তোমার চলার পথ কতটা প্রাঞ্জল হয়েছে?
কতটা কাছে পৌঁছতে পেরেছ যুদ্ধাহত
বীর মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনতার হৃদয়ের অলিন্দে?

ত্রিশ লাখ শহীদের রক্তে স্নাত হয়ে,
দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে তুমি এলে,
সঙ্গে এল একখণ্ড সার্বভৌম ভূমির নিরঙ্কুশ অধিকার
স্বৈরাচারদের প্রচণ্ড আঘাত প্রতিহত করে
জনতার মনে সৃষ্টি হলো আকাশচুম্বী অর্জনের প্রত্যাশা,
ন্যায়বিচার প্রাপ্তির আকাঙ্ক্ষা জাগরিত হলো
দীর্ঘদিন অবহেলিত, অত্যাচারিত মানুষের হৃদয়ে।

স্বাধীনতা তুমি কতটা কাছে পৌঁছতে পেরেছ
তোমার অসহায় প্রিয় দেশবাসীর সান্নিধ্যে?
জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধুর শোষণমুক্ত বাংলা, ন্যায়বিচারের শাসনব্যবস্থা,
বাক্‌স্বাধীনতা, ব্যক্তিগত মতপ্রকাশের বাধাবিহীন গণতন্ত্রের অধিকার
নিরাপদ পথচলা, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে চলার
অকৃত্রিম স্বপ্ন পূরণে কতটা বাস্তব ভূমিকা রেখেছ স্বাধীনতা?

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে বাসনা
তার কতটা অগ্রগতি দৃশ্যমান হে প্রিয় স্বাধীনতা?
হ্যাঁ, ভাতের অভাব অনেকটাই পুষিয়ে দিয়েছ
দিয়েছ অনেক খাতে উন্নতির পরশ,
খেটে খাওয়া মানুষের দেশ-বিদেশের আয়ের কারণে
দেশ এগিয়ে গেছে নিঃসন্দেহে খানিকটা,
কিন্তু সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা, হয়রানি, গুম হয়ে যাওয়া
বিনা বিচারে হত্যা, গণতন্ত্রের অবমূল্যায়ন,
সমাজে নিরাপত্তার অভাব, কর্মমুখী মানুষের নিরাপদে ঘরে ফেরার
নিশ্চয়তা দেবে কে?
...

সরদার সায়িদ আহমেদ: প্রকৌশলী, নমপেন, কম্বোডিয়া।