মালয়েশিয়ার পেনাংয়ে স্বাধীনতা দিবস উদ্যাপন

অনুষ্ঠানে সমবেতদের একাংশ
অনুষ্ঠানে সমবেতদের একাংশ

মালয়েশিয়ার পেনাংয়ে ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়ার (ইউএসএম) ক্যাম্পাসে উদ্‌যাপিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থী-শিক্ষক-গবেষক ও তাঁদের পরিবার-পরিজন ২৫ মার্চ রাতে ক্যাম্পাসের আপটাউন মলে একত্র হন। প্রথমবারের মতো প্রায় ৭০ জন বাঙালির উপস্থিতিতে ইউএসএমে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদ্‌যাপিত হয়।

ইউএসএম বাংলাদেশ কমিউনিটির এই অনুষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস, ২৫ মার্চ কালরাতে বিশ্ব ইতিহাসের জঘন্যতম গণহত্যা ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা করেন ড. বেলায়েত, ড. শফিক, ড. আজমল, ড. আসাদুজ্জামান মুন্না, ড. ইসহাক, ড. জসিম, ড. আসলাম, ফাতেমা জোহরা প্রমুখ।

সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক শিক্ষার্থী-গবেষক মুহাম্মদ মুশফিকুর রহমান। সঞ্চালনা করেন মিজানুর রহমান।

অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে নিহত ব্যক্তিদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

শিক্ষার্থী-গবেষক ফায়জুন নাহার মিম, মোনাব্বির জোহান, রাকিব হোসাইনসহ স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ের অন্য শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।