চেরি ফুলের মাঝে

লেখকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চেরি ফুল
লেখকের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চেরি ফুল

তীব্র শীতে পাতা ঝরে পড়া চেরিগাছগুলোকে বাইরে থেকে মৃতপ্রায় আর শুকনো মনে হয়। শত বাধা পায়ে ঠেলে নিজের হাজারো কষ্ট দমিয়ে রেখে সবার অগোচরে প্রস্তুতি নেয় পৃথিবীকে নতুন করে সাজাবার। বসন্তের আগমনে পাতাবিহীন ডালগুলো থেকে সাহসী এক মুকুলের দেখা মেলে। একটা সময় ব্যবধানে পুরো গাছ ভরে যায় ফুলে ফুলে। শুরু হয় সাকুরা উৎসব। বসন্তকে বরণ করে নেওয়া। চেরিগাছের নিচে মেলা বসে হাজারো মানুষের। আয়োজন হয় মেলা কিংবা পিকনিকের।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চেরি ফুলগাছের নিচে লেখক
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চেরি ফুলগাছের নিচে লেখক

সপ্তাহখানেক মানুষকে আনন্দ দিয়ে ঝরে পড়ে ফলের পাপড়িগুলো। গাছগুলো আবারও ভরে ওঠে সবুজ পাতায়। যেন মানুষের জীবনেরই মতো। প্রচুর পরিশ্রমের পর যে সুখ মেলে তার ক্ষণিকতা! জীবনভর ছুটতে হয় সুখের এই অন্বেষণে।

বিকাশ রায়: পিএইচডি গবেষক।